Sunday, May 16, 2021

প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর মুনাফা ও লভ্যাংশের চিত্র - Outlook Bangla

প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর মুনাফা ও লভ্যাংশের চিত্র - Outlook Bangla: প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর মুনাফা ও লভ্যাংশের চিত্র 



চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫টি ব্যাংক মুনাফার বিবেচনায় আগের বছরের একই সময়ের চেয়ে ভালো করেছে।

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস বুধবার পর্যন্ত তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২১টি ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এই তিন মাসে ২১টি ব্যাংকের মধ্যে ৬টির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। ১৪টির বেড়েছে এবং একটি ব্যাংকের লোকসান কমেছে।

এছাড়া বুধবার পর্যন্ত ২০২০ সমাপ্ত হিসাব বছরে ২৬টি ব্যাংক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

এর মধ্যে ১১টির লভ্যাংশ আগের বছরের চেয়ে বেড়েছে, ৪টির কমেছে এবং ১১টি ব্যাংকের নগদ ও স্টক মিলিয়ে মোট লভ্যাংশ সমান রয়েছে।

মুনাফা বাড়ার বিষয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “ব্যাংকগুলো আগের বছরের তুলনায় খরচ অনেক কমিয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খরচ কমানো, সেটা আমরা পেরেছি।”

আমানতের উপর সুদের হারও আমরা কমিয়ে দিয়েছি। এটার একটা বড় প্রভাব পড়েছে অনিরীক্ষিত মুনাফার হিসাবে। এর বাইরে বেতন খরচ ছাড়া অন্যান্য অপারেটিং খরচ কমিয়ে এনেছি।”

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “করোনাভাইরাস মহামারীতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়ের কারণে ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হয়নি। এটিও মুনাফা বাড়ার একটি কারণ।”

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি মুনাফা অর্থ্যাৎ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে প্রাইম ব্যাংকের।

এই ব্যাংকের ইপিএস ৪৬ পয়সা থেকে ১৯১.৩০ শতাংশ বেড়ে হয়েছে ১ টাকা ৩৪ পয়সা।

এরপর সবচেয়ে বেশি বেড়েছে এবি ব্যাংকের। ব্যাংকটির ইপিএস ৮ পয়সা থেকে দ্বিগুণ হয়ে

১৬ পয়সা হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এটির ইপিএস ৩৬ পয়সা থেকে ৫২.৭৮ শতাংশ কমে ১৭ পয়সা হয়েছে।

সবচেয়ে বেশি কমার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩২ পয়সা। আগে যা ছিল ৬৬ পয়সা, কমেছে ৫১.৫২ শতাংশ।

প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘদিন থেকে খরায় থাকা ব্যাংকের শেয়ারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে।

এর সঙ্গে ভালো লভ্যাংশ ঘোষণা করায় এ খাতের শেয়ার কেনাবেচায় আগ্রহ একটু একটু করে আগ্রহ বাড়তে দেখা গেছে বিনিয়োগকারীদের।

মার্চেন্ট ব্যাংক লংকাবাংলা ফাইন্যান্সের গবেষণায় দেখা গেছে, গত তিন সপ্তাহ ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতের শেয়ারে লেনদেন ক্রমাগত বেড়েছে।

এই গবেষণা প্রতিবেদন বলছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহ শেষে অর্থাৎ ২২ এপ্রিলে শেষ হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে ২৬ কোটি টাকার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে।

পরের সপ্তাহে যা ৫০ শতাংশ বেড়ে দৈনিক গড়ে ৩৯ কোটি টাকা হয়েছে।

এরপর ৬ মে শেষ হওয়া সপ্তাহে দৈনিক গড়ে ৬৩ কোটি টাকার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১৫১ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪১ শতাংশ বেশি।

গত ৩ সপ্তাহে ব্যাংকিং খাতের ট্রেইলিং পিইও বেড়েছে।

লংকাবাংলার হিসাবে ২২ এপ্রিল শেষে ব্যাংকিং খাতের পিই ছিল ৬ দশমিক ৮ পয়েন্ট ।

বুধবার পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে ট্রেইলিং পিই ১৮ দশমিক ৩৫ পয়েন্ট। সেখানে ব্যাংক খাতের পিই ৭ দশমিক ৮৯।

ট্রেইলিং পিই হিসাব করা হয় কোনো শেয়ারের বর্তমান দামকে সর্বশেষ ১২ মাসের ইপিএস দিয়ে ভাগ করে। আর পিই (প্রাইস আর্নিং) রেশিও হলো মূল্য ও আয় অনুপাত।

জানুয়ারি-মার্চ প্রথম প্রান্তিকের মুনাফা

ব্যাংক২০২১২০২০শতাংশে পরিবর্তন
এবি১৬ পয়সা৮ পয়সা১০০% বেড়েছে
ব্যাংক এশিয়া১ টাকা ৫ পয়সা১ টাকা ১৬ পয়সা৯.৪৮% কমেছে
ব্র্যাক৯৩ পয়সা৬৬ পযসা৪০.৯১% বেড়েছে
দি সিটি৯৮ পয়সা৭৫ শতাংশ৩০.৬৭% বেড়েছে
ইস্টার্ন১ টাকা ২৮ পয়সা১ টাকা ৩ পয়সা২৪.২৭% বেড়েছে
ফার্স্ট সিকিউরিটি ইসলামী৩২ পয়সা৬৬ পয়সা৫১.৫২% কমেছে
আইসিবি ইসলামী১৫ পয়সা লোকসান৯ পয়সা লোকসান৬৬.৬৭% লোকসান কমেছে
আইএফআইসি৪৬ পয়সা৪৪ পয়সা৪.৫৫% বেড়েছে
ইসলামী বাংলাদেশ৪৫ পয়সা৪৪ পয়সা২.২৭% বেড়েছে
যমুনা১ টাকা ৬০ পয়সা১ টাকা ৪২ পয়সা১২.৬৮% বেড়েছে
মার্কেন্টাইল৬৪ পয়সা৫৫ পয়সা১৬.৩৬% বেড়েছে
মিউচুয়াল ট্রাস্ট৮১ পয়সা৭২ পয়সা১২.৫০% বেড়েছে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স৫৫ পয়সা৮২ পয়সা৩২.৯৩ শতাংশ কমেছে
ওয়ান৮৪ পয়সা৭৯ পয়সা৬.৩৩% বেড়েছে
প্রিমিয়ার৬০ পয়সা৭৯ পয়সা২৪.০৫% কমেছে
প্রাইম১ টাকা ৩৪ পয়সা৪৬ পয়সা১৯১.৩০% বেড়েছে
পূবালী৯৮ পয়সা৮৬ পয়সা১৩.৯৫% বেড়েছে
শাহজালাল৬৫ পয়সা৬১ পয়সা৬.৫৬% বেড়েছে
সাউথইস্ট১ টাকা ২২ পয়সা৯৬ পয়সা২৭.০৮% বেড়েছে
স্ট্যান্ডার্ড১৭ পয়সা৩৬ পয়সা৫২.৭৮% কমেছে
উত্তরা৮৪ পয়সা১ টাকা ৩৪ পয়সা৩৭.৩১% কমেছে

 

লভ্যাংশ ঘোষণা

ব্যাংকপিই (পয়েন্ট)লভ্যাংশ শতাংশে (২০২০ হিসাব বছর)লভ্যাংশ শতাংশে (২০১৯ হিসাব বছর)
এবি১৮.২৮৫% স্টক৫% স্টক
আল আরাফাহ ইসলামী৯.৪২১৫% নগদ১৩% নগদ
ব্যাংক এশিয়া১০.২৫১০% নগদ১০% নগদ
ব্র্যাক১৪.৬৫১০% নগদ এবং ৫% স্টক৭.৫% নগদ এবং ৭.৫% স্টক
দি সিটি৫.৯৭১৭.৫% নগদ এবং ৫% স্টক১৫% নগদ
ঢাকা৫.৯৯৬% নগদ এবং ৬% স্টক৫% নগদ এবং ৫% স্টক
ডাচবাংলা৬.৮১১৫% নগদ এবং ১৫% স্টক১৫% নগদ এবং ১৫% স্টক
ইস্টার্ন৭.২১১৭.৫% নগদ এবং ১৭.৫% স্টক১৫% নগদ
এক্সিম৪.৯০৭.৫% নগদ এবং ২.৫% স্টক১০% নগদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী৪.০১৫% নগদ এবং ৫% স্টক১০% স্টক
আইসিবি ইসলামী০.০লভ্যাংশ দেবে নালভ্যাংশ দেয়নি
আইএফআইসি১৬.৫৮৫% স্টক১০% স্টক
ইসলামী বাংলাদেশ৯.৬৭১০% নগদ১০% নগদ
যমুনা৪.৮৭১৭.৫০% নগদ১৫% নগদ
মার্কেন্টাইল৫.২৫১০% নগদ এবং ৫% স্টক১১% নগদ এবং ৫% স্টক
মিউচুয়াল ট্রাস্ট১৪.১১১০% স্টক৫% নগদ এবং ৫% স্টক
ন্যাশনাল৬.৩৮এখনও দেয়নি৫% নগদ এবং ৫% স্টক
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স৭.২০৭.৫% নগদ এবং ৭.৫% স্টক১৫% নগদ এবং ২% স্টক
এনআরবিসি৮.২৭৭.৫০% নগদ এবং ৫% স্টক৯% নগদ এবং ২% স্টক
ওয়ান৬.৪৫৬% নগদ এবং ৫.৫০% স্টক৫% নগদ এবং ৫% স্টক
প্রিমিয়ার৩.৩৬১২.৫০% নগদ এবং ৭.৫০% স্টক৫% নগদ এবং ৫% স্টক
প্রাইম৭.৭৯১৫% নগদ১৩.৫% নগদ
পূবালী৬.৫৯১২.৫০% নগদ১০% নগদ
রূপালী১৯.৮০এখনও দেয়নিলভ্যাংশ দেয়নি
শাহ্জালাল ইসলামী১০.৮৫৭% নগদ এবং ৫% স্টক৫% নগদ এবং ৫% স্টক
সোসাল ইসলামী৭.৯০৫% নগদ এবং ৫ % স্টক৫% নগদ এবং ৫% স্টক
সাউথইস্ট৬.৩৮১০% নগদ৭.৫০% নগদ এবং ২.৫০% স্টক
স্ট্যান্ডার্ড৯.৩৪২.৫০% নগদ এবং ২.৫০% স্টক৫% নগদ এবং ৫% স্টক
ট্রাস্ট৬.৮৭এখনও দেয়নি৫% নগদ এবং ৫% স্টক
ইউসিবি১২.২৫এখনও দেয়নি৫ % নগদ ও ৫% স্টক
উত্তরা৫.৭১১২.৫০% নগদ এবং ১২.৫০% স্টক৭% নগদ এবং ২৩% স্টক