Saturday, April 23, 2016

স্বপ্নবাজ এক নায়কের কথা

স্বপ্নবাজ এক মানুষ তিনি। স্বপ্ন দেখেই বসে থাকেন না। স্বপ্ন বাস্তবায়নে নেমে পড়েন কাদাজলে। সফল হয়ে তারপর ওঠেন। এমন এক স্বপ্নবাজের নাম সৈয়দ এ কে একরামুজ্জামান। দেশের প্রথম সারির একজন শিল্পপতি। ব্যবসাক্ষেত্রের একজন সফল নায়ক। তার হাত ধরেই বাংলাদেশে যাত্রা শুরু করে দুবাইভিত্তিক রাস আল খাইমা (আরএকে) গ্রুপ। ৭০ হাজার টাকার পুঁজি নিয়ে ১৯৭৭ সালে ব্যবসা শুরু করেছিলেন। সেই ব্যবসা এখন কয়েকশ’ কোটি টাকায় ছাড়িয়েছে। তার প্রতিষ্ঠানে তৈরি বিভিন্ন পণ্য দেশ ছাড়িয়ে দখল করে নিয়েছে ইউরোপ আমেরিকার বাজার। একান্ত আলাপে একরামুজ্জামান তার জীবনের বাঁক নেয়া নানা মোড়ের আদ্যপান্ত জানিয়েছেন।
  
হতাশ নয়, আশাই যার পথচলা। আর আশা নিয়ে পথচলাতেই তার প্রতিষ্ঠিত আরএকে সিরামিক আজ দেশের সিরামিক শিল্পের প্রতিকৃত। আরএকে সিরামিক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ একরামুজ্জামান সততা, নিষ্ঠা আর একাগ্রতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সফল ব্যবসায়ী রূপে। দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশে শত হাজার কোটি টাকার বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশসেবায়ও রাখছেন অনন্য ভূমিকা। সেরা করদাতা হিসেবেও সরকার করেছে পুরস্কৃত। একে একে গড়ে তুলেছেন সিরামিকস, ফার্মাসিউটিক্যালস, ডেভেলপমেন্ট কোম্পানি, সিকিউরিটি সার্ভিস, টাইলস অ্যান্ড স্যানেটারিওয়্যার, পেইন্টস, পাইলিং, কয়েল কোম্পানি, বিদ্যুৎ কেন্দ্র, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, পরসোলিন, স্পিনিং, প্যাকেজিং এবং কনস্ট্রাকশন কোম্পানিসহ নানা শিল্পকারখানা।

Monday, April 4, 2016

সিরামিক শিল্পের সফল ব্যবসায়ি

মন্দা ব্যবসা। দিন চলাই ছিল কষ্টের। কোনরকমে টেনেটুনে সংসার চলছিল। এর আগে চাকরি করতেন তিনি। দুবাইয়েরই রকউল ফ্যাক্টরিতে। জুনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে। একটি ফোনেই চাকরি ছেড়ে দেন। হাতে মাত্র ৭০ হাজার টাকা পুঁজি। অনেক ভেবেচিন্তে ব্যবসা দিয়ে বসেন। দোকানের ডেকোরেশন করতেই বেশির ভাগ টাকা চলে যায়। এখন মালামাল তুলাই কঠিন হয়ে পড়ে। যে টাকা ছিল, সে টাকা দিয়েই তিনি কিছু গার্মেন্ট পণ্য দোকানে তোলেন। কিন্তু না, এ ব্যবসা তার দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। ব্যবসা জমছে না। কি করবেন তিনি? নানা চিন্তা তার মাথায়। তবে হতাশ নন। তিনি হতাশ হবার পাত্র নন। লেগে আছেন। এভাবে দিন চলতে থাকে। কষ্টের দিন। ভাবনার দিন। কিছু না পাওয়ার দিন। এই না পাওয়াই তার জীবনকে ঘুরিয়ে দেয়। জীবনের বাঁকে বাঁকে যার বুকে সাগরের ঢেউ, তিনি হয়ে ওঠেন আনন্দে উদ্বেলিত। আজ তিনি বাংলাদেশের প্রথম সারির একজন শিল্পপতি। ব্যবসায়ী।

গুটিকয়েক ড্রেস থেকে এখন ১০ লাখ টাকার মালিক

রাজধানীর লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন আরমিনা ইসলাম বিপা। চাকরির পিছনে না ছুটে ফ্যাশান ডিজাইনে কোর্স করেন তিনি। এখন নিজেই যেকোনো হস্তশিল্পের কাজ করতে পারেন। 
প্রথমে কয়েকটি ড্রেস দিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেন বিপা। আর এখন ১০ লাখ টাকার মালিক তিনি। কিছু নারীর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করেছেন বিপা। অনেক ফ্যাশান হাউজ বিপার কাছ থেকে নানা পণ্যও কিনে থাকে। 
নতুন নতুন পণ্য তৈরিসহ পুরনো পণ্য ফের ব্যবহার করে নান্দনিক পণ্য তৈরিতে পারদর্শীও তিনি। সকল নান্দনিক পণ্যের সমাহারে গড়ে তুলেছেন ‘নির্ভানা’। নানা ধরনের ড্রেস ছাড়াও ল্যাম্পশেড, গ্লাস পেইন্ট, পেন হোল্ডার থেকে শুরু করে সব ধরনের হস্তশিল্পের কাজ করতে পারেন বিপা।

Saturday, April 2, 2016

পরিবেশ বান্ধব এক গন্তব্য

ছবি: খালেদ সরকার

আরিফুর রহমান | আপডেট:  | 

আমার পড়াশোনার বড় একটা অংশ কেটেছে সিলেটে। সিলেট ক্যাডেট কলেজের আশপাশে সারি সারি চা-বাগান। আর তারও অনেক পরে শ্রীমঙ্গলের রাজঘাটে জেমস ফিনলের চা-বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে চাকরি করি। এসব মিলিয়ে আমার চা-বাগানকেন্দ্রিক পর্যটনের স্বপ্ন দেখা শুরু। টেক্সটাইল ব্যবসার পাশাপাশি আমি আর আমার ব্যবসায়িক অংশীদার সালাম ভাই দিনের পর দিন রিসোর্ট করার জন্য জায়গা খুঁজে বেড়াই। আমার ক্যাডেট কলেজের বন্ধু তাপস আর সিনিয়র কামাল ভাইয়ের মাধ্যমে ‘দি প্যালেস’-এর জায়গাটার খোঁজ পাই। তাঁর নিজের কিছু আর অন্য অনেকের জায়গা সেখানে ছিল। পরে সব আনুষ্ঠানিকতা শেষ করে শুরু হয় স্বপ্নের রিসোর্ট তৈরির কাজ। 

কামাল ভাই আর লিনা ভাবি আমাদের এই স্বপ্নের অংশীদার। প্রথমেই আমরা চিন্তা করি কী করে সব গাছগাছালি রেখে প্রকল্পটা সাজানো যায়। সালাম ভাই এরই মধ্যে চীন ও থাইল্যান্ডে বিভিন্ন হলিডে রিসোর্ট, নেচার রিসোর্ট ও টি রিসোর্টের খোঁজ নিতে শুরু করেন। কয়েকজন স্থপতির সঙ্গে দফায় দফায় সভা চলতে থাকে। আমাদের টেক্সটাইল ব্যবসার কারণেই চীনে ভালো যোগাযোগ ছিল। সেখানে মি. চেন আমাদের একজন স্থপতির সঙ্গে বসিয়ে দেন। তিনিই প্রথম থিমটা তৈরি করে দেন। সালাম ভাইয়ের চোখ আরও উজ্জ্বল হয়। আমি পাশ থেকে বসে সেই আলো দেখি। 

পরিকল্পনার পর পরিকল্পনা হচ্ছে। ক্যাডেট কলেজের তিন ছোট ভাই স্থপতি পারভেজ, কাইয়ুম ও শিশিরও অনেক ইনপুট দিয়েছেন। পারভেজ আর কাইয়ুম আমাদের দি প্যালেসের সঙ্গে লম্বা সময় ধরে কাজ করেছে। তাঁদের সবার কাছে আমরা অনেক ঋণী। আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্যালেস পর্যন্ত যে সড়ক হয়েছে, সেটা আঁকাবাঁকা এবং চা-বাগানের ভেতর দিয়ে গিয়েছে। সেখানেও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রশাসন সহায়তা করেছে। আমাদের দেশে সাধারণত শিল্প স্থাপনের সময় প্রশাসনিক সহায়তার অভিজ্ঞতা খারাপ হয়। এখানে কিন্তু তা হয়নি। যে কারণে অনেক উদ্যোক্তা আমাদের কাছে এ গল্প শুনে আমাদের ভাগ্যবান বলেন। জেলা ও উপজেলা প্রশাসনের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। 

দি প্যালেস নাম কেন রাখা হলো? এ নিয়ে অনেকে প্রশ্ন করেন। লেখক আনিসুল হক বলেন, এটা হওয়া উচিত ছিল গ্রিন প্যালেস। আমরা নামকরণের সময় আসলে কিছুই ভাবিনি। আমার এক অংশীদার ইকবাল অবশ্য সব সময় এ নামের পক্ষে। তার যুক্তি হলো ৩৭-৩৮ হাজার গাছগাছালিতে ভরপুর এই প্রকল্প এমনিতেই সবুজ। রিসোর্ট এলাকায় আলোর যে খেলা আর প্রাচীন আমলের মতো করে লবি কিংবা মুভি হলের উঁচু ছাদ, তা ইকবালের মাথা থেকেই এসেছে। 

রিসোর্টের মধ্যে অনেক টিলা, দুটো হ্রদ আর প্রচুর গাছ রয়েছে। সবচেয়ে মজা হচ্ছে রিসোর্টের পাশে তিনটি চা-বাগান। শুরু থেকেই ভাবছিলাম কীভাবে পরিবেশবান্ধব একটা রিসোর্ট করা যায়। সে কারণেই কোনো টিলা কাটা হয়নি। টিলাগুলো সেতু দিয়ে যুক্ত করা হয়েছে। আগের গাছগুলো রেখে দেওয়া হয়েছে, আরও শত শত গাছ লাগানো হয়েছে। গ্যাস জেনারেটরের কুলিং সিস্টেমের পানিকে ভিন্ন প্রক্রিয়ায় গরম পানির কাজে ব্যবহার করা হচ্ছে, যাতে কোনোভাবেই পরিবেশে প্রভাব না ফেলে। এমনকি দৃষ্টিসীমায় সবুজের বাইরে কিছু যেন চোখে না পড়ে, সে জন্য রিসোর্টজুড়ে মাটির নিচ দিয়ে তার টানা হয়েছে। এমনকি পুরো রিসোর্টে ব্যবহৃত পানিকে পুনঃপ্রক্রিয়া করে পুনরায় ব্যবহার করা হয়, যাতে কোনোভাবেই পরিবেশদূষণ না হয়। একই সঙ্গে আধুনিক সব যোগাযোগের জন্য ৩০ এমবিপিএস গতির স্পিড আর তার সঙ্গে পাঁচটি সভাকক্ষ। কলামহীন ব্যাংকুয়েট হলও তার পাশেই। 

পত্রিকায় পড়ি কিংবা বিভিন্ন সময় টিভি চ্যানেলগুলোয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের বক্তৃতা শুনি। পরিবেশবান্ধব প্রকল্প করার জন্য তাঁরা প্রচুর উদ্যোগ নিয়েছেন এবং নিয়ে যাচ্ছেন। মাঝেমধ্যে ভাবি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ পুরো পর্ষদ দি প্যালেস দেখলে কী খুশিই না হতেন। আমাদের মতো নবীন উদ্যোক্তাদের জন্য এটা হতে পারে খুব উৎসাহমূলক। আমাদের এই পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের পেছনে রূপালী ব্যাংকেরও অনেক অবদান। 

আমার কাছে অনেকেই প্রশ্ন করেন, স্পিনিং গার্মেন্টস ব্যবসার পাশাপাশি রিসোর্ট কেন? সিলেট এবং চা-বাগান—দুটোর প্রতি ছোট থেকে দেখা ভালো লাগা তো আছেই। আর তার সঙ্গে আমার কাছে মনে হয়েছে, চা-বাগানের সৌন্দর্যের কিছুই এখনো উন্মোচিত হয়নি। পরিবেশবান্ধব প্রকল্প করার জন্য এর চেয়ে উত্তম জায়গা আর হয় না। পৃথিবীর অনেক রিসোর্টে যাওয়ার জন্য লোকজন উন্মুখ হয়ে থাকে। আমি স্বপ্ন দেখি দি প্যালেস সেই মানের একটা গন্তব্য হবে। সিলেটের জাফলং দিয়ে এশিয়ান হাইওয়ে যেটা আসছে, সেটা এই রিসোর্টের পাশ দিয়েই যাবে। বিদেশিরাও আসবেন আমাদের পাশাপাশি। একই সঙ্গে চা-বাগানে যে জনগোষ্ঠী আছে, তাদের জীবনমান উন্নত হতে থাকবে। এভাবেই এগিয়ে যাবে দেশ—বাংলাদেশ। 

আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, দি প্যালেস, বাহুবল, হবিগঞ্জ

সবার আস্থা আমাদের শক্তি

অঞ্জন চৌধুরী | আপডেট:  |

    
ছবি: জাহিদুল করিমব্যবসা জীবনের শুরুতেই আমাকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ওষুধ নিয়ে স্কয়ার তখন সারা দেশে পরিচিত নাম। কিন্তু মেরিল নামটি নতুন। একটি মাত্র পণ্য জুঁই নারিকেল তেল নিয়ে ১৯৮৮ সালে যাত্রা শুরু করে স্কয়ার টয়লেট্রিজ। দেশে ফেরার পর বাবা (প্রয়াত স্যামসন এইচ চৌধুরী, চেয়ারম্যান, স্কয়ার গ্রুপ) আমাকে এর দায়িত্ব দেন। গোড়াতেই আমার কাজ হলো, মেরিল নামটি যত দ্রুত সম্ভব সারা দেশের মানুষের কাছে পরিচিত করে তোলা।
ওই সময় মাসের ২৫ দিনই ঢাকার বাইরে থেকেছি। দেশের এমন কোনো জেলা নেই, যেখানে যাইনি। সেখানে বিভিন্ন মার্কেটে আর দোকানগুলোতে যেতাম। এখন একজন বিক্রয় প্রতিনিধি যেভাবে সবার কাছে যান, তখন আমিও তেমনিভাবে গিয়েছি।
বারবার কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি, ‘আপনারা কারা? আপনাদের প্রতিষ্ঠানের নাম তো শুনিনি। কী দেবেন? বাকি কত দেবেন?’
আমি সবাইকে বলেছি, আমাদের বাকির কোনো ব্যাপার নেই।
শুনে কেউ কেউ বলেছেন, ‘আপনার সঙ্গে কথা বলার সময় নেই। আপনি যান।’
আমি কিন্তু চলে আসিনি। বাইরে চুপ করে দাঁড়িয়ে থেকেছি। কিছুক্ষণ পর কেউ আবার দোকানে ডেকে নিয়ে বসতে দিয়েছেন, চা দিয়েছেন, কথা বলেছেন। এটা আমার জন্য একটা শিক্ষা। তা হলো, ধৈর্য থাকলে লক্ষ্যে পৌঁছানো যায়।
‘মেরিল’ নামটা ক্রমেই পরিচিত হতে লাগল। আমাদের পণ্য বাড়ছে। বাবা সিদ্ধান্ত নিলেন, এখন একটা স্বাধীন প্রতিষ্ঠান হওয়া দরকার। সেখান থেকে হলো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
এই প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে থাকতেই একটা ব্যাপার আমার নজরে পড়ে। খোলা বাজারে প্রচুর ভেজাল মসলা পাওয়া যেত। আমাদের বাড়ি ছিল মফস্বল শহরে। এর একটা বাড়তি সুবিধা হলো, সেখানে খাঁটি জিনিসটা আমাদের হাতের নাগালে। সেই ভাবনা থেকে মনে হলো, আমরা তো ভালো মানের মসলা বাজারে দিতে পারি। এভাবে পাবনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সঙ্গেই স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেড শুরু করি।
তবে একটা সময়ে এসব দিকে আমার মোটেও আগ্রহ ছিল না। ১৯৭১ সালে আমি ১৭ বছরের তরুণ। ঢাকায় জগন্নাথ কলেজে পড়তাম। যুদ্ধ শুরু হলে ফিরে যাই পাবনায়, আমাদের বাড়িতে। কিন্তু সেই সময়ে হাত-পা গুটিয়ে কি বসে থাকা যায়! আমিও মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিই। বন্ধুরা মিলে চলে যাই ভারতে। যোগ দিই মুজিব বাহিনীতে। দেরাদুনের চকরাতা আর্মি ক্যান্টনমেন্টে কমান্ডো প্রশিক্ষণ নিই। একসময় দেশ স্বাধীন হলো। এখন আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।
ওই সময় দেশের তরুণদের একটা অংশ চলে যায় রাশিয়ায়। বাবা আমাকে নিয়ে তেমনি কিছু ভেবেছিলেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ট্রাই-স্টেট কলেজের বিদেশি শিক্ষার্থীদের উপদেষ্টা ছিলেন একজন বাঙালি প্রকৌশলী, বাবার বন্ধু। তাঁর মাধ্যমে বাবা সেখানে আমার ভর্তির ব্যবস্থা করেন। সাত দিনের মধ্যেই চলে যাই। এই কলেজটি এখন বিশ্ববিদ্যালয় হয়েছে। যুক্তরাষ্ট্রে ছিলাম ১৯৯১ সাল পর্যন্ত। পড়াশোনা করেছি ব্যবস্থাপনা বিষয়ে। এরপর আমাদের ব্যবসা-সংক্রান্ত কিছু দিক ওখানে দেখাশোনা করেছি। রিয়েল এস্টেট আর গার্মেন্টস ব্যবসা। কিন্তু তখন মন পড়ে থাকত দেশে। প্রায় প্রতিবছরই বড়দিনের ছুটিতে দেশে আসতাম। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতাম।
আমরা কিন্তু সোনার চামচ কিংবা রুপার চামচ মুখে নিয়ে জন্মাইনি। বাবার অনেক কঠিন সময় গেছে। গ্রামের বাড়ি থেকে শহরের দূরত্ব ছিল ১২ মাইল। সন্ধ্যার পর আর বাস পাওয়া যেত না। পাবনায় একটা মিশন আছে। যেদিন অফিসের কাজ শেষ করতে দেরি হয়ে যেত, সেদিন রাতে বাবা ওই মিশনের বারান্দায় ঘুমিয়েছেন। এমন একসময় ছিল, আমার বড় ভাইয়ের জন্য দুধ কেনার টাকা পর্যন্ত ছিল না। ছোটকালে আমার কয়টা শার্ট ছিল, কোন জামার রং কেমন ছিল, তা এখনো মনে আছে। একটা বেল্ট ছিল। দুই-তিনটা খেলনা ছিল। মনে থাকার কারণ, এইটুকুই ছিল আমার জন্য বিশেষ কিছু। তবে আমরা কখনো কিছুর অভাব বোধ করিনি।
আমরা কিন্তু সোনার চামচ কিংবা রুপার চামচ মুখে নিয়ে জন্মাইনি। বাবার অনেক কঠিন সময় গেছে... এমন একসময় ছিল, আমার বড় ভাইয়ের জন্য দুধ কেনার টাকা পর্যন্ত ছিল না... তবে আমরা কখনো কিছুর অভাব বোধ করিনি
বাবা ব্যবসা শুরু করেন ১৯৫৮ সালে। দাদার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে তিনি যাত্রা শুরু করেন। তখন তাঁর প্রতিষ্ঠানের নাম ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস। এরপর তা স্কয়ার ফার্মা লিমিটেড হয়। গত শতকের আশির দশকে আমাদের ব্যবসার প্রসার ঘটে। শুধু ওষুধ নয়, তখন স্কয়ার থেকে নানামুখী ব্যবসার সিদ্ধান্ত নেওয়া হয়। বাবা আমাকে দেশে ফিরে আসার জন্য বললেন। কারণ, বাবাকে ব্যবসার অনেক দিকে নজর দিতে হয়। তত দিনে আমিও পাকাপাকিভাবে দেশে ফিরে আসতে চেয়েছি।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড থেকে নানা দিকে ব্যবসার প্রসার হতে থাকে। একটি পণ্য নিয়ে যে প্রতিষ্ঠানের শুরু, তা ডালপালা ছড়ায়। নিজেদের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করতে গিয়েই নতুন অভিজ্ঞতা হয় আমার। দেখি নির্মাতাদের ওপর অনেকখানি নির্ভর করতে হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই সময়মতো কাজ পাওয়া যায় না। পণ্য বিপণনের সঙ্গে বিজ্ঞাপনের একটা যোগসূত্র তো আছেই। এখানে এর ব্যাঘাত ঘটছিল। ফলে ক্ষোভ থেকেই একসময় নিজেই বিজ্ঞাপনী সংস্থা গড়ে তুলি, নাম মিডিয়াকম। তখন আবার দেখি চিত্রনাট্যকার আর পরিচালকদের ওপর নির্ভর করতে হচ্ছে। সেই ভাবনা থেকে জন্ম নেয় মাছরাঙা। এখান থেকে বিজ্ঞাপনচিত্র আর টিভি নাটক তৈরি করতে শুরু করি। চলচ্চিত্রের সঙ্গেও সম্পৃক্ত হই। এ পর্যন্ত লালসালু, শঙ্খনাদ, আয়না, লালন, মনপুরা ছবিগুলো প্রযোজনা করেছি। মনপুরার জন্য জাতীয় পুরস্কার পেয়েছি। এভাবে গণ্যমাধ্যমেও কাজের শুরু আমাদের।
বাংলাদেশে প্রথম বেসরকারি টিভি চ্যানেলের অনুমতি পায় একুশে টিভি। এর লাইসেন্স পান এ এস মাহমুদ। তিনি ছিলেন বাবার বন্ধু। তাঁর আমন্ত্রণে আমরা এই টিভি চ্যানেলের পরিচালক হলাম। পরে নানা কারণে আমরা এটি ছেড়ে দিই। পরে আমাকে এনটিভির শেয়ার দেওয়া হয়। মাছরাঙার নামে টিভির লাইসেন্স পাওয়ার পর আমি ওই শেয়ার বিক্রি করে দিই। মাছরাঙা টিভিকে ঢেলে সাজাই। অনুষ্ঠানগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করি, যাতে তা পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারে। এখানে আমরা নিরপেক্ষতা বজায় রাখা, ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত-এর ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করছি এখন।
ছোটবেলা থেকে আমি খেলাধুলা ভালোবাসতাম। ফুটবল, ক্রিকেট আর শীতের সময়ে ব্যাডমিন্টন খেলতাম। ১৯৯১ সালে দেশে ফেরার পর আমাকে পাবনার জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব দেওয়া হয়। তখন সরাসরি খেলার উন্নয়নের সঙ্গে যুক্ত হই। পরিচিতজনদের মাধ্যমে যোগাযোগ হয় আবাহনীর সঙ্গে। পরে আবাহনী পাবলিক লিমিটেড কোম্পানি হয়। আর আমি হই এর পরিচালক। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে আমাকে যুক্ত করা হয়। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পদে এখন কাজ করছি। পাবনা রাইফেল ক্লাবের সঙ্গে আমি অনেক বছর ধরেই জড়িত আছি। আমরা পাবনা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলার পৃষ্ঠপোষকতা করছি।
আর কিছু সংগঠনের সঙ্গেও যুক্ত আছি আমি। অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন এই দুটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট পদে কাজ করছি। ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্বরত আছি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন কোম্পানি ওনার্স সংগঠনটির।
বাংলাদেশের তরুণ শিল্পীদের সহযোগিতা করার জন্য ‘সোসাইটি ফর প্রমোশন ফর বাংলাদেশ আর্ট’ প্রতিষ্ঠা হয় ২০০২ সালে। এখন এই প্রতিষ্ঠানটির সঙ্গেও যুক্ত আছি।
গত শতকের নব্বইয়ের দশকে রাজধানীর পান্থপথে একটা জায়গা কেনেন বাবা। তিনি সিদ্ধান্ত নেন সেখানে একটা হাসপাতাল করার, স্কয়ার হাসপাতাল। বাংলাদেশ থেকে প্রচুর রোগী চিকিৎসার জন্য বিদেশে যায়। এখন আমরা এ দেশেই সবাইকে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।
বাবা ছিলেন আমার শিক্ষক, পথপ্রদর্শক। ছোটবেলা থেকে দেখেছি, বাবা খুব নিয়ম মেনে চলেন। তাঁর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সততা, সরলতা; সবকিছুই ছিল অনুকরণীয়। সময়ের কাজ তিনি সময়ে করতেন। আমাদের কোনো প্রতিষ্ঠানে এখন পর্যন্ত শ্রমিক অসন্তোষ হয়নি। প্রতিবছর বাবা শ্রমিকসংগঠনের সঙ্গে আলোচনা করতেন। নিয়ম মেনে নয়, এটাই ঐতিহ্য। প্রত্যাশার চেয়ে তিনি বেশি দিয়ে এসেছেন সব সময়। তিনি তাদের সঙ্গে যেভাবে আলোচনা করতেন, মনে হতো যেন নিজের পরিবারের মধ্যে বসে আলোচনা করছেন। বাবার কাছ থেকে এভাবেই শিক্ষা পেয়েছি।
সবার আস্থা আমাদের শক্তি। এত বছরে আমাদের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সবার মাঝে যে আস্থা তৈরি হয়েছে, সামনের দিনগুলোতে যেন তা আরও সুদৃঢ় হয়, সেই চেষ্টা আমার অব্যাহত আছে।
(অনুলিখন)
অঞ্জন চৌধুরী, পরিচালক, স্কয়ার গ্রুপ

প্রাণ আজ বিশ্ববাসীর কাছে ‘বাংলাদেশের প্রাণ’

আহসান খান চৌধুরী |  

ছবি: খালেদ সরকার
আয়তনে পৃথিবীর ক্ষুদ্র একটি দেশ হলেও ভৌগোলিক অবস্থান, উর্বর মাটি ও বিশাল জনগোষ্ঠীর কারণে সম্ভাবনাময় ‘নেক্সট ইলেভেন’-এর দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ। এ দেশের সন্তানেরা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। দেশের সম্ভাবনাময় শিল্পগুলোর মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প সম্প্রতি বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। এ শিল্পে বাংলাদেশের ‘প্রাণ’ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের ১১৮টি দেশে পৌঁছে গেছে। রপ্তানিতে অবদান রাখায় পরপর ১০ বছর জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। ইতিমধ্যে বাংলাদেশি বহুজাতিক শিল্প হিসেবে ‘প্রাণ-আরএফএল’ বহুদূর এগিয়েছে।
তিন দশকেরও বেশি সময়ের পথচলায় প্রাণ-আরএফএল শিল্প পরিবার আজ বেশ সমৃদ্ধ। খাদ্যপণ্য, প্লাস্টিক ও কাস্ট আয়রন পণ্য মিলিয়ে প্রায় ৪ হাজার ৫০০ পণ্য আমরা বাজারজাত করছি। সম্প্রতি আমরা পোশাকশিল্প, ফার্নিচার, ইলেকট্রনিকস, ইলেকট্রিক, বাইসাইকেল, হিমায়িত খাদ্য উৎপাদন ও বিপণন শুরু করেছি। বিশ্ব বিখ্যাত সব ব্র্যান্ডের তৈরি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করছে আমাদের পণ্য। গর্বে বুক ভরে যায় এই ভেবে যে যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য, দুবাই, মালয়েশিয়ার বিখ্যাত সুপার শপের তাকগুলোয় প্রাণের পণ্য শোভা পায়। অস্ট্রেলিয়ার বিখ্যাত সস কোম্পানি বায়রন বে চিলির সস বানাচ্ছে প্রাণ। ভারতের ডিমার্ট, যুক্তরাজ্যের উইলকিনসন, যুক্তরাষ্ট্রের ডলারামা, ডেনমার্কের নভোনর্ডিক, ফ্রান্সের ক্যারিফোর, অস্ট্রেলিয়ার উলওয়ার্থ, স্পেনের ইসিআই, মধ্যপ্রাচ্যের রামিজসহ বিশ্বের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্য তৈরি করছে ‘প্রাণ-আরএফএল’ গ্রুপ।
আমাদের পথচলা শুরু হয় ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তখন ঢালাই লোহা দিয়ে বিভিন্ন কৃষি ও সেচ উপকরণ তৈরি করা হতো। এরপর কৃষিপণ্য উৎপাদনে আগ্রহী হই আমরা। ১৯৮৫ সালে নরসিংদীতে স্বল্প পরিসরে কলা, পেঁপে, আনারস, রজনীগন্ধা ইত্যাদি চাষ করা শুরু করি। শুরু হলো এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড, তথা প্রাণ-এর যাত্রা। কৃষিপণ্য উৎপাদন করতে গিয়ে আমরা লক্ষ করি, দেশে অনেক পণ্য উৎপন্ন হলেও মৌসুমের সময় পণ্যের দাম কমে যায় এবং ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন কৃষক। এ ছাড়া সংরক্ষণের অভাবে প্রচুর ফসল নষ্ট হয়ে যায়। তাই কৃষিপণ্য উৎপাদনের চেয়ে আমরা তা সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণে উদ্যোগী হই। ক্রমান্বয়ে একটু একটু করে এগোতে থাকি আমরা। ১৯৯৩ সালে নরসিংদীতে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করার জন্য একটি কারখানা স্থাপন করি। সেখানে বিভিন্ন ফলমূলের জুস, শাকসবজি প্রক্রিয়াজাত করা শুরু করি। এভাবে কয়েক বছরের মধ্যে ক্রমান্বয়ে আমরা বিভিন্ন ড্রিংকস, সস, জেলি, চানাচুর, চিপস, চকলেট, বেকারি, দুগ্ধজাত পণ্য বাজারজাত করতে থাকি।
কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে গিয়ে লক্ষ করলাম কৃষি বিষয়ে আমাদের দেশের কৃষকদের দক্ষতার ঘাটতি রয়েছে এবং প্রয়োজনীয় কৃষি উপকরণও তাঁদের হাতে যথাযথভাবে পৌঁছায় না। চিন্তা করলাম, এসব বিষয়ে যদি কৃষকদের সহায়তা দেওয়া যায়, তাহলে জমিতে কয়েক গুণ বেশি ফলন সম্ভব। তাই আমরা কৃষকদের সঙ্গে চুক্তি করে কৃষিবিষয়ক প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহ, কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষি বিষয়ে বিভিন্ন প্রণোদনা দিতে থাকি। আশ্চর্য হয়ে দেখলাম, চুক্তিবদ্ধ কৃষকেরা বেশ ভালো করছেন। একই জমিতে আগের চেয়ে ফলন বৃদ্ধি পাচ্ছে। এভাবে পণ্য সংগ্রহে ক্রমান্বয়ে আমরা কৃষকদের সঙ্গে সম্পৃক্তি বাড়াতে থাকি। বর্তমানে আমাদের সঙ্গে কাজ করছেন প্রায় ৮০ হাজার চুক্তিভিত্তিক কৃষক। তাঁদের চাষ করা পণ্য ক্রয়ে আমরা কৃষক প্রতিনিধিদের নিয়ে পণ্যের বাজারদর যাচাই করি। এরপর যথাযথ মূল্য পরিশোধ করে তাঁদের কাছ থেকে পণ্য ক্রয় করি। কৃষকদের কাছ থেকে আম, টমেটো, বাদাম, ডাল, আনারস, পেয়ারা, চাল, মসলা প্রভৃতি সংগ্রহ করা হয়। এতে কৃষকেরাও লাভবান হচ্ছেন, আমরাও মানসম্পন্ন পণ্য পাচ্ছি।

ছোট ছোট পণ্যের পসরা সাজিয়ে প্রাণ-আরএফএল আজ সারা বিশ্বের ডাইনিং টেবিলগুলোয় ও আড্ডাগুলোয় পৌঁছে গেছে। একটু একটু করে মিশে যাচ্ছে বিশ্ববাসীর আবেগ অনুভুতির সঙ্গে। আক্ষরিক অর্থেই প্রাণ আজ বিশ্ববাসীর কাছে ‘বাংলাদেশের প্রাণ’
সম্ভাবনাময় শিল্প হিসেবে আমরা বেশ কয়েক বছর যাবৎ দুগ্ধশিল্পে গুরুত্ব দিচ্ছি। কিন্তু ব্যাপক সম্ভাবনাময় এই খাত নানা রকম প্রতিকূলতার মধ্যে রয়েছে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এ শিল্পের উন্নয়নে আমরা খামারিদের পশুপালন-বিষয়ক প্রশিক্ষণ, চিকিৎসা ও ওষুধ, রোগ প্রতিষেধক টিকা, কৃত্রিম প্রজনন, গবাদিপশুর খাবার ইত্যাদি সরবরাহ করছি। এ ছাড়া প্রয়োজনে বিভিন্ন বিষয়ে কৃষকদের আমরা আর্থিক প্রণোদনা দিচ্ছি। নাটোর, পাবনা ও রংপুরে অবস্থিত আমাদের তিনটি ডেইরি হাব-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রতিদিন গড়ে দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করি।
আমাদের করপোরেটব্রত, ‘দারিদ্র্য ও ক্ষুধা জীবনের অভিশাপ। আমাদের লক্ষ্য লাভজনক ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে মানুষের মর্যাদা ও আত্মসম্মান বৃদ্ধি করা।’ জাতিসংঘ কর্তৃক ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) গৃহীত হয়েছে, তা অর্জনে বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প ব্যাপক অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ৭টি লক্ষ্য অর্জনে প্রাণ-আরএফএল সরাসরি অবদান রাখবে। সব ধরনের দারিদ্র্য এবং ক্ষুধা দূর করা এসডিজির প্রথম এবং দ্বিতীয় লক্ষ্য। প্রাণ-আরএফএল এ লক্ষ্য অর্জনে কাজ করছে। ইতিমধ্যে প্রাণ-আরএফএল দেশের প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। প্রায় সাড়ে সাত লাখ লোক তাঁদের জীবিকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণ-আরএফএলের ওপর নির্ভরশীল।
নারীর সম-অধিকার এবং ক্ষমতায়ন নিশ্চিত করা এসডিজির পঞ্চম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রাণ-আরএফএল উল্লেখযোগ্য অবদান রাখবে। আমাদের কারখানাগুলোয় শতকরা ৮০ ভাগের বেশি নারী শ্রমিক কাজ করছেন। নারীর সম-অধিকার অর্জন এবং ক্ষমতায়নে এটি বিরাট ভূমিকা রাখছে। প্রাণ-আরএফএল তার করপোরেট মিশন অনুযায়ী দেশের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজে ক্রমান্বয়ে অবদান রেখে চলেছে। আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা সহযোগিতা করছি। এসডিজির নবম লক্ষ্য টেকসই শিল্পায়ন ও উদ্ভাবন। এ ক্ষেত্রেও আমরা অবদান রাখছি। আমাদের কারখানাগুলোয় বর্জ্য ব্যবস্থাপনায় ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) ব্যবহার করছি। ফলে, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দূষণ রোধ হচ্ছে। আমরা পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য নিয়মিত গবেষণা করছি এবং সময়ে সময়ে পণ্যে অভিনবত্ব নিয়ে আসছি।
কৃষিক্ষেত্রে এ দেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে কৃষিনির্ভর শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদান এবং খাদ্যের গুণাগুণ পরীক্ষার জন্য বাংলাদেশে বিশ্বমানের ল্যাব স্থাপন করা প্রয়োজন। এ ছাড়া স্থল ও সমুদ্রবন্দরে অবকাঠামো উন্নয়ন করতে হবে। রপ্তানি বৃদ্ধি করতে বিভিন্ন দেশে শুল্ক এবং অশুল্ক বাধা দূর করার জন্য তৎপরতা চালাতে হবে।
তথ্যপ্রযুক্তির এ যুগে বিশ্ব আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে। মুহূর্তেই ক্রেতারা বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন। বাজারে এখন প্রতিযোগীর অভাব নেই। তাই ব্যবসায় ভালো করার সবচেয়ে বড় নীতি হচ্ছে মানসম্পন্ন পণ্য তৈরি করা। এ নীতি অনুসরণ করলে দেশীয় পণ্য বিশ্ব বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
ছোট ছোট পণ্যের পসরা সাজিয়ে প্রাণ-আরএফএল আজ সারা বিশ্বের ডাইনিং টেবিলগুলোয় ও আড্ডাগুলোয় পৌঁছে গেছে। একটু একটু করে মিশে যাচ্ছে বিশ্ববাসীর আবেগ অনুভূতির সঙ্গে। আক্ষরিক অর্থেই প্রাণ আজ বিশ্ববাসীর কাছে ‘বাংলাদেশের প্রাণ’ হিসেবে পরিচিতি লাভ করছে। এভাবেই আমরা বিশ্বে বাংলাদেশের উপস্থিতি জানান দিতে চাই।
আহসান খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক, প্রাণ-আরএফএল গ্রুপ

আমজাদ খান: সাফল্যের এক নিপুণ কারিগর

বিশেষ 
শুধু মুনাফা তার লক্ষ্য ছিল না। উদ্দেশ্য ছিল, দেশের বিশেষত গ্রামের মানুষের জন্য কিছু করা। শিল্প প্রতিষ্ঠানের নামটাই এর বড় উদাহরণ। প্রতিষ্ঠানের নাম 'প্রাণ', যার বিস্তৃতরূপ 'প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনালি'। বাংলায় প্রাণ বলতে বুঝিয়েছেন 'প্রগতি রূপায়ণে অগ্রণী নবোদ্যম'। নামকরণের মতো সব উদ্যোগেই সৃজনশীলতার জন্য অনুপম উদাহরণ হয়ে থাকবেন মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী। এ দেশে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রদূত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন 'প্রাণ'-এর এই 'প্রাণপুরুষ'।
আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে তার পরিবার ও স্বজনরা হারিয়েছেন তাদের প্রাণের মানুষকে। দেশ হারাল একজন সৃষ্টিশীল উদ্যোক্তাকে। ব্যবসায়ী ও উদ্যোক্তারা হারিয়েছেন তাদের 'আইডল' ব্যক্তিত্বকে। প্রাণ-আরএফএলের ৬৮ হাজার কর্মকর্তা-কর্মচারী হারিয়েছেন তাদের অভিভাবককে। তার মৃত্যুসংবাদ শোনার পর গতকাল ব্যবসায়ী নেতারা 'প্রাণ' কার্যালয়ে গেছেন তার স্বজনদের সমবেদনা জানাতে। প্রাণ-আরএফএলের ওয়েবসাইটে এক শোকবার্তায় বলা হয়েছে, তিনি সবার জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তিনি এমন একটি 'শিল্প গ্রুপ' প্রতিষ্ঠা করে গেছেন, যা শুধু তার পক্ষেই সম্ভব ছিল।
আমজাদ খান চৌধুরীর সহধর্মিণী সাবিহা আমজাদ। এই দম্পতির ৪ সন্তান। তারা হলেন- আজার খান চৌধুরী, আহসান খান চৌধুরী, ডা. সেরা হক এবং উজমা চৌধুরী। তাদের মধ্যে আহসান খান চৌধুরী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক এবং উজমা চৌধুরী গ্রুপের পরিচালক। আমজাদ খান চৌধুরীর ছোট ছেলে ও প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী গতকাল সমকালকে বলেন, তার বাবা একজন সফল মানুষ ছিলেন। নিরলসভাবে কাজ করতেন। বাবার ছায়া মাথার ওপর থেকে সরে গেল। আহসান খান বলেন, তার বাবার দুটি স্বপ্ন ছিল। তার একটি আগামী ১৮ মাসের মধ্যে বাস্তবায়ন হবে। নাটোরে তিন বিঘা জমিতে একটি হাসপাতাল করা হচ্ছে। আরেকটি স্বপ্ন ছিল- বাংলাদেশের ডেইরি শিল্পের উন্নয়ন। এ স্বপ্ন সফল হয়েছে। তা তিনি গর্বভরে প্রত্যক্ষ করেছেন।
আমজাদ খান চৌধুরীর মেধা, মনোবল, দূরদর্শিতা ও সদিচ্ছার কারণে প্রাণ এখন দেশের সর্ববৃহৎ খাদ্য ও পুষ্টি কোম্পানি। প্রাণের পণ্য দেশে ব্যাপকভাবে সমাদৃত। পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ ১১৪টি দেশে রফতানি হচ্ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে প্রাণের জুস, কোমলপানীয়, স্ন্যাকস, বিস্কুট, কনফেকশনারিসহ নানা খাদ্যপণ্য বিপুল জনপ্রিয়। ১০টি ক্যাটাগরিতে ২ শতাধিক খাদ্যপণ্য রফতানি করছে প্রাণ ফুডস। দেশে-বিদেশে প্রাণের ভোক্তা প্রায় ৩০ কোটি মানুষ। 'প্রাণ'-এর পর সাফল্য এনেছে তাদের আরএফএলের প্লাস্টিক সামগ্রী।
আন্তর্জাতিক মান বজায় রাখার কারণে ইতিমধ্যে নানা স্বীকৃতি পেয়েছে প্রাণ গ্রুপ। নিরাপদ খাদ্যপণ্য তৈরির জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারফুল পয়েন্ট বা 'হ্যাচাপ' স্বীকৃতি রয়েছে প্রাণের। ১৯৯১ সালে রফতানি বাজারে প্রবেশ করে প্রাণ। প্রথমে ফ্রান্সে রফতানি হয়। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৯১-২০০০ থেকে টানা ১০ বছর 'জাতীয় রফতানি ট্রফি' অর্জন করে 'প্রাণ'। বাংলাদেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানি হিসেবে 'আইএমএস' সনদ তার প্রমাণ। আইএমএস হচ্ছে, পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি ও স্বাস্থ্য নিরাপত্তা মূল্যায়নে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। ২০১১ সালে 'প্রাণ' এশিয়ার শ্রেষ্ঠ ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড মালয়েশিয়ায় 'ইউডিসি বিজনেস অ্যাওয়ার্ড' পায়। একই বছরে তারা এইচএসবিসি 'এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড' অর্জন করে।
প্রাণ-আরএফএল গ্রুপ দেশের সফলতম ব্র্যান্ড। আরএফএলের প্লাস্টিক পণ্য এখন ঘরে ঘরে। আরএফএল পণ্যের মধ্যে রয়েছে টিউবওয়েল, পানির পাম্প, পিভিসি পাইপ, ফিল্টার, ভবন নির্মাণসামগ্রী, প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক, কিচেন সামগ্রীসহ অনেক কিছু।
যেভাবে শুরু: সেনাবাহিনীতে ২৫ বছর চাকরি করার পর আমজাদ খান চৌধুরী অবসর নেন ১৯৮১ সালে। তিনি প্রচণ্ডভাবে অনুভব করতেন, আমাদের দেশে রয়েছে উর্বরা জমি, প্রচুর নদীনালা এবং প্রচণ্ড পরিশ্রমী এক বিশাল জনগোষ্ঠী। এ সবকিছুই কৃষিকাজে ব্যবহার করা যায়। তুলনামূলকভাবে বাংলাদেশের সুবিধা হচ্ছে মূল্য সংযোজিত কৃষিজাত পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান সৃষ্টি করা। এ জন্যই 'প্রাণ-আরএফএল'-এর যাত্রা শুরু। আমজাদ খান চৌধুরী রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)-এর মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ নির্মাণ শুরু করেন। এর জন্য পুঁজি ছিল তার পেনশনের টাকা আর স্ত্রীর পৈতৃক সম্পত্তি ও ব্যাংকে গচ্ছিত কিছু টাকা। এ দিয়ে প্রথমে অকশনের কিছু মেশিনপত্র কেনেন, যা দিয়ে হালকা কৃষি উপকরণ তৈরি করা হয়। যদিও সেই মেশিনগুলোর উৎপাদন ক্ষমতা কম ছিল; কিন্তু সেগুলো দিয়েই প্রথমে যাত্রা শুরু হয় পরীক্ষামূলকভাবে। সাড়াও পেয়েছিলেন মোটামুটি রকমের। সেই সময়ে উৎপাদন ক্ষমতা বাড়াতে পারেননি। পুঁজি ছিল কম। এরপর চিন্তা করলেন, কৃষি উপকরণের পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন করা যায় কি-না। প্রথমে তিনি কলা চাষ করলেন। এরপর পেঁপে এবং রজনীগন্ধা ফুল চাষ করলেন। দেখলেন, উৎপাদন হয়, কিন্তু মৌসুম শেষ হবার পর সংরক্ষণের অভাবে সেগুলো নষ্ট হয়ে যায়। মৌসুমের সময় দাম পড়ে যায়, কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তখন বুঝতে পারলেন, উৎপাদন করার চেয়ে সেগুলো সংরক্ষণের জন্য প্রক্রিয়াজাত করাটাই হলো মুখ্য। তখন তিনি প্রক্রিয়াজাতকরণের দিকে মনোনিবেশ করলেন। এরপর ধীরে ধীরে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণের কার্যক্রম শুরু করলেন। তিনি বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ লোক আনলেন যারা ফ্যাক্টরিতে অবস্থান করলেন এবং তাদের কাছে শিখতে থাকলেন। এরপর তিনিও বিভিন্ন দেশে গেলেন হাতেকলমে শেখার জন্য। পরে সেসব অভিজ্ঞতা প্রয়োগ করতে থাকলেন। ধীরে ধীরে উৎপাদনক্ষমতা বৃদ্ধি পেতে থাকল।
একনজরে প্রাণ-আরএফএল :দেশের বৃহত্তম খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-এর প্রোডাক্ট লাইনে রয়েছে প্রায় ৫০০ খাদ্যপণ্য। হালকা প্রকৌশল, প্লাস্টিক ও ইলেকট্রনিক্স খাতে আরএফএলের রয়েছে প্রায় ৩০০০ পণ্য। দেশজুড়ে বিস্তৃত ১৩টি অত্যাধুনিক কারখানায় এসব উৎপাদিত হয়। এসব কারখানায় সরাসরি কর্মসংস্থান হয়েছে ৬৮ হাজারের বেশি নারী-পুরুষের। পরোক্ষভাবে লক্ষাধিক লোকেরও কর্মসংস্থান হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের ওপর নির্ভর করে আরও ১০ লাখের অধিক মানুষের জীবন ও জীবিকা।
চুক্তিভিত্তিক কৃষিকাজ: উৎপাদিত পণ্যের বাজারজাত করতে এবং ন্যায্যমূল্য পেতে বাংলাদেশের কৃষকরা সব সময়ই শঙ্কিত থাকতেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্রচাষিদের রক্ষা করতে এবং তাদের ন্যায্যমূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন আমজাদ খান চৌধুরী। 'কন্ট্রাক্ট ফার্মিং' তথা চুক্তিবদ্ধ চাষাবাদের মাধ্যমে চাষিদের উন্নতমানের বীজ, সার-কীটনাশক প্রভৃতির ব্যবস্থা করেন। সেই সঙ্গে কোন ফসলের জন্য বছরের কোন সময়ে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সে বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। কৃষকরা জমিতে উৎপাদন শুরু করলে প্রাণ সেগুলো উৎপাদনে তদারকি করে। যাতে ভালো ফসল ফলে। ফসল ওঠার পরে তাদের কাছ থেকে প্রাণ সেই ফসল কিনে থাকে। এ ক্ষেত্রে কৃষক প্রতিনিধি সঙ্গে নিয়ে বাজারদর যাচাই করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। বর্তমানে প্রাণের সিংহভাগ কাঁচামাল সংগৃহীত হয় 'কন্ট্রাক্ট ফার্মিং' তথা চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- আম, তরল দুধ, চাল, মসলা, ডাল, বাদাম, টমেটো ও অন্যান্য কৃষিজাত পণ্য। স্থানীয় বাজার থেকে প্রাণ এসব কৃষিপণ্য কেনার ফলে ৭৮ হাজারের অধিক কৃষক এবং ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের খামারি সরাসরি উপকৃত হচ্ছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা: প্রাণের কর্মকর্তারা জানান, তাদের প্রধান লক্ষ্য হলো প্রাণ-আরএফএল গ্রুপকে বাংলাদেশের প্রথম বহুজাতিক কোম্পানি (মাল্টিন্যাশনাল কোম্পানি) হিসেবে প্রতিষ্ঠিত করা। বিগত কয়েক দশকে দেশের সামগ্রিক কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও দুগ্ধশিল্প আশানুরূপ বিকাশলাভ করতে পারেনি। দুগ্ধশিল্পে ব্যাপক উন্নয়নের সুযোগ থাকলেও হাতে গোনা দু'একটি ছাড়া তেমন কোনো বৃহৎ উদ্যোগ নজরে পড়ে না। দুগ্ধশিল্প এমন একটি খাত যেখানে সকল বয়সের নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ডেইরি শিল্পের বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। দুগ্ধশিল্পের উন্নয়নের জন্য সম্প্রতি 'প্রাণ' ব্যাপক বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে।

চ্যালেঞ্জ নেয়া এক কারিগর

বিশেষ প্রতিবেদন
এম এম মাসুদ | ২ এপ্রিল ২০১৬, শনিবার | 
BRB cable chairman mojibar rahman 
: চ্যালেঞ্জ নিতে তিনি পছন্দ করেন। সততা, ব্যবহার আর শ্রমের বিনিময়ে এ চ্যালেঞ্জকে তিনি জয়ও করেছেন। সফলতাকে এনেছেন হাতের মুঠোয়। আর তাই আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এক আলোকিত নাম বিআরবি ক্যাবল। এর কর্ণধার মো. মজিবর রহমান। কুষ্টিয়ার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা। ফলে ছোট থেকে হিসাবের হাত একেবারে পাক্কা। চল্লিশ বছর ধরে এ পাক্কা হিসাবি মজিবর রহমান ব্যবসাকেও নিয়ে গেছেন পাক্কা খুঁটিতে। অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে- এ স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন তর তর করে। বেশিদিন আগের কথা নয়, ১৯৭৮ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করেন বিআরবি (বজলার রহমান অ্যান্ড ব্রাদার্স) ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আস্তে আস্তে দেশের বাজারে অবস্থান করে নেয় প্রতিষ্ঠানের পণ্য। তারপর দেশের বাইরে নজর দেন তিনি। এখন বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে শীর্ষে তুলে ধরছেন বিআরবি গ্রুপ তাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে। আর দেশের বেকারত্ব মোচন, অর্থনীতির গতি সঞ্চার ও দেশের রপ্তানি খাতকে এগিয়ে নিচ্ছেন সমান তালে। মজিবর রহমান প্রতিষ্ঠানটির চেয়াম্যান। তার মতে, দেশে কোনো কিছু করা না গেলে, বাইরে গিয়েও কিছু করা যায় না। ভবিষ্যৎ নিয়ে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন আরও সূদুরপ্রসারী করতে চাই।

প্রতিষ্ঠানের শুরু সম্পর্কে মজিবর রহমান বলেন, নিজেদের মূলধন ও ব্যাংকের অর্থায়নে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় ১৯৮০ সালে। ১৯৯৪ সালে গোটা দেশে বিদ্যুতায়নের প্রসার ঘটলে ক্যাবল উৎপাদন বাড়নো হয়। ১৯৯৬ ও ২০০০ সালে উন্নত বিশ্বের উন্নত যন্ত্রপাতি স্থাপন করে কারখানার সমপ্রসারণ করা হয়। বর্তমানে উন্নত ও গুণগতমান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ক্যাবল বাজারের স্থান করে নিয়েছে বিআরবি গ্রুপ। এখন এ শিল্পের উৎপাদিত পণ্য ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে।
১৯৭৮ সালে শুরু হওয়া এ গ্রুপে বর্তমানে ১২টি প্রতিষ্ঠান রয়েছে। ৬ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে এখানে। এর মধ্যে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, এমআরএস ইন্ডাস্ট্রিজ, বিআরবি পলিমার, বিআরবি সিকিউরিটিজ, টিপিটি ক্যাবলস, লাভলী হাউজিং, কিয়াম সিরাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট, বিআরবি এনার্জি, বিআরবি এয়ার, বিআরবি ট্রাভেলস, গ্যাস্ট্র লিভার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড।

জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি দেশে শিল্পায়নে পিছিয়ে থাকা জনপদ কুষ্টিয়াকে সমৃদ্ধ জেলায় রূপান্তরেরও অন্যতম কারিগর এই বিআরবি গ্রুপ। স্থানীয় বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি এ প্রতিষ্ঠানের হাত ধরেই কুষ্টিয়া অঞ্চলে নতুন করে শিল্পায়নের সূচনা হয়। দেশ স্বাধীন হওয়ার পর কুষ্টিয়ার খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান মোহিনী মিল বন্ধ হয়ে যায়। নাজুক হয়ে পড়ে কুষ্টিয়া টেক্সটাইল মিলের অবস্থাও। জেলার বৃহৎ কর্মস্থানের এ ক্ষেত্র দুটি ভঙ্গুর হয়ে পড়লে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এ জেলা। এমন অবস্থায় নানা রকমের ঝুঁকি সত্ত্বেও নতুন করে শিল্পকারখানা দাঁড় করানোর চেষ্টা শুরু করেন মজিবর রহমান। এ প্রচেষ্টা বাস্তবরূপ লাভ করে ১৯৭৮ সালের ২৩শে অক্টোবর কুষ্টিয়া শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণ বিসিক শিল্প নগরীতে বৈদ্যুতিক ওয়্যারস ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। দেশে ও বিশ্ব বাজারের বৈদ্যুতিক ক্যাবলের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৯৫ সালে কোম্পানির প্রসার ঘটিয়ে বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট-২ স্থাপন করেন প্রতিষ্ঠানটি।

মজিবর রহমান বলেন, বিআরবি উৎপাদনের ধারাবাহিকতায় শুধু বৈদ্যুতিক ক্যাবলই তৈরি করছে না তাদের উৎপাদনের সঙ্গে আরও সংযোজিত হয়েছে টেলিকম টিউব লাইন ব্যালস্টসহ ৯৯ হাইভোল্টেজ ক্যাবল, যা এদেশের মধ্যে শুধু বিআরবিই তৈরি করছে। অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাজারজাতকরণের মাধ্যমে বিআরবি ক্যাবল তার সাফল্যের আরও এক ধাপ এগিয়ে আইএসও ৯০০২ঃ ২০০০ সনদপ্রাপ্ত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। শিল্প উৎপাদনে-রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন বেশ কয়েক বার।

যেভাবে সম্প্র্রসারণ হয় গ্রুপটির: উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় গ্রাহক চাহিদা মেটানোসহ কর্মসংস্থানের জন্য ২০০৯ সালে নতুন প্লান্ট স্থাপন করে উৎপাদন করছেন বৈদ্যুতিক ফ্যান। যার নাম লাভলী ফ্যান, যা বাজারে বেশ সুনাম অর্জন করেছে। টেকসই ও মজবুত হওয়ায় লাভলী ফ্যান অল্প সময়ে মানুষ গ্রহণ করেছে। বর্তমানে এ ফ্যান বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে খ্যাতি পেয়েছে বলে জানান চেয়াম্যান।
২০১১ সালে বিআরবি গ্রুপে যুক্ত হয় আর একটি নতুন অধ্যায়। বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেরিন ক্যাবল উৎপাদন করে ব্যবসায় নজির স্থাপন করায় কোম্পানি ব্যাপক সুনাম অর্জন করে।

আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ও আকর্ষণীয় মেটালিক পণ্যসামগ্রী রান্নাঘরে পৌঁছে দেয়ার জন্য মজিবর রহমান ১৯৯০ সালে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে আরও একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন।
কুষ্টিয়ায় ১৯৯২ সালে বিআরবি গ্রুপের অন্তর্ভুক্ত এমআরএস ইন্ডাস্ট্রিজ নামে আরও একটি প্রকৌশল, ঢালাই, প্লাইউড ও মেলামাইন বোর্ড কারখানা প্রতিষ্ঠিত করেন গ্রুপটি।  

কৃষিপ্রধান দেশর কৃষি উৎপাদন বৃদ্ধিতে উন্নত সেচ ব্যবস্থা নিশ্চিত করতে বিআরবির স্বপ্নদ্রষ্টা আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ১৯৯৭ সালে বিসিক শিল্প নগরী কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করেন বিআরবি পলিমার লিমিটেড।

২০১১ সালে বিসিক শিল্প নগরীর মূল হাইওয়েতে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফিলিং স্টেশন স্থাপন করেন।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চয়তায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিসিক শিল্প নগরীর বিআরবি চত্বরে ২০০৯ সালে স্থাপন করেন বিআরবি এনার্জি লিমিটেড। এই বিদ্যুৎ সরবরাহের ফলে বিআরবি গ্রুপের সব প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে গতিশীলতা ফিরে এসেছে।
অন্যদিকে ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে নবাব সিরাজ-উদ-দৌলা সড়কে ২০০০ সালে ১০তলা বহুতল ভবন বাণিজ্যিক কমপ্লেক্স ‘লাভলী টাওয়ার’ স্থাপন করেন।

আকাশপথের মাধ্যমে সারা দেশে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিআরবি গ্রুপে যুক্ত হয় বিআরবি এয়ার লিমিটেড। বর্তমানে বেল ৪০৭ জিএক্স নামের একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। শাহজালাল বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিআরবি এয়ারের যাত্রা শুরু হয়।
গ্রুপের কর্ণধার মো. মজিবুর রহমান কুষ্টিয়ায় কিয়াম সিরাতুননেছা মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে দরিদ্র ছাত্রদের বিনামূল্যে ধর্মীয় ও আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন। পবিত্র হজব্রত পালনের জন্য তিনি বেশ কয়েকবার হজ ও ওমরাহ পালন করেছেন। নিজ খরচে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একাধিক মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন।

মজিবর রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে ও স্বনির্ভর কুষ্টিয়া প্রতিষ্ঠায় কাজ করছে বিআরবি গ্রুপ। দেশের সমৃদ্ধি ও বেকারত্ব মোচনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আর এটা সম্ভব হয়েছে কুষ্টিয়াবাসীসহ দেশের সবার সার্বিক সহযোগিতায়। বিআরবির পণ্যের মান উন্নত হওয়ার কারণে বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ঠ ক্যাবল তৈরি প্রতিষ্ঠান হিসেবে চিনে। গোবি ইন্টারন্যাশনালের জরিপে সারা বিশ্বের তালিকাভুক্ত ৩ হাজার ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ৩৩তম। মানের কারণে বিআরবি ৩ বার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে।
===========================================================
: কুষ্টিয়ার এক সমভ্রান্ত ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা বিশিষ্ট ব্যবসায়ী মো. মজিবর রহমান। দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রথম সারির একজন তিনি। ১৯৪৭ সালে জন্ম নেয়া বিশিষ্ট এই উদ্যোক্তা প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। পারিবারিক সূত্রে পাওয়া ব্যবসায় একের পর এক চ্যালেঞ্জ নিয়ে হয়েছেন সফল। ১৯৭৮ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করেন বিআরবি (বজলার রহমান অ্যান্ড ব্রাদার্স) কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশ্বের নানা প্রান্তে যেসব প্রতিষ্ঠানের পণ্য বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে শীর্ষে তুলে ধরেছে বিআরবি গ্রুপ তাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেøাগান দেয়া হয়েছে ‘অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে’। দেশের বেকারত্ব মোচনে, অর্থনীতির গতি সঞ্চারে ও দেশের রপ্তানি খাতকে এগিয়ে নেয়াই ছিল তার প্রদান লক্ষ্য। মজিবর রহমানের মতে, দেশেই কোনো কিছু করা না গেলে, বাইরে গিয়েও কিছু করা যায় না। তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কর্ম সম্প্রদানের পাশাপাশি অর্জিত গৌরব ও উন্নয়নের ধারাকে আরো শাণিত করে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে আমাদের অর্জন আরো সূদুর প্রসারী করতে চাই। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মানবজমিনের সঙ্গে এক সাক্ষাতকারে প্রতিষ্ঠান ও জীবনের নানা দিক নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের শুরু সম্পর্কে মজিবর রহমান বলেন, ১৯৮০ সালে নিজেদের মূলধন ও ব্যাংকের অর্থায়নে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়। ১৯৯৪ সালে গোটা দেশে বিদ্যুতায়নের প্রসার ঘটলে ক্যাবল উৎপাদন বাড়নো হয়। ১৯৯৬ ও ২০০০ সালে উন্নতবিশ্বের উন্নত যন্ত্রপাতি স্থাপন করে কারখানার সম্প্রসারণ করা হয়। বর্তমানে উন্নত ও গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ক্যাবল বাজারের স্থান করে নিয়েছে বিআরবি গ্রুপ। এখন এই শিল্পের উৎপাদিত পণ্য ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে। ১৯৭৮ সালে শুরু হওয়া এই গ্রুপের বর্তমানে ১২টি প্রতিষ্ঠানে প্রায় ৬ হাজারের বেশি কর্মকর্তাÑকর্মচারি কর্মরত আছেন। এর মধ্যে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, এমআরএস ইন্ডাস্ট্রিজ, বিআরবি পলিমার, বিআরবি সিকিউরিটিজ, টিপিটি ক্যাবলস, লাভলী হাউজিং, কিয়াম সিরাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট, বিআরবি এনার্জি, বিআরবি এয়ার, বিআরবি ট্রাভেলস, গ্যাস্ট্র লিভার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি দেশে শিল্পায়নে পিছিয়ে থাকা জনপদ কুষ্টিয়াকে সমৃদ্ধ জেলায় রূপান্তরেরও অন্যতম কারিগর এই বিআরবি গ্রুপ। স্থানীয় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই প্রতিষ্ঠানের হাত ধরেই কুষ্টিয়া অঞ্চলে নতুন করে শিল্পায়নের সূচনা হয়। দেশ স্বাধীন হওয়ার পর কুষ্টিয়ার খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মোহিনী মিল বন্ধ হয়ে যায়। নাজুক হয়ে পড়ে কুষ্টিয়া টেক্সটাইল মিলের অবস্থাও। জেলার বৃহৎ কর্মস্থানের এই ক্ষেত্র দুটি ভঙগুর হয়ে পড়লে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এই জেলা। এমন অবস্থায় নানা রকমের ঝুঁকি সত্ত্বেও নতুন করে শিল্প কারখানা দাঁড় করানোর প্রচেষ্টা শুরু করেন মজিবর রহমান। এই প্রচেষ্টা বাস্তবরূপ লাভ করে ১৯৭৮ সালের ২৩শে অক্টোবর কুষ্টিয়া শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণ বিসিক শিল্প নগরীতে বৈদ্যুতিক ওয়্যারস ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। দেশে ও বিশ্ব বাজারের বৈদ্যুতিক কেবলের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ১৯৯৫ সালে কোম্পানির প্রসার ঘটিয়ে বিআরবি কেবলস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ইউনিট-২ স্থাপন করেন প্রতিষ্ঠানটি। মজিবর রহমান বলেন, বিআরবি উৎপাদনের ধারাবাহিকতায় শুধু বৈদ্যুতিক ক্যাবল-ই তৈরি করছে না তাদের উৎপাদনের সঙ্গে আরও সংযোজিত হয়েছে টেলিকম টিউব লাইন ব্যালেষ্টসহ ৯৯ হাইভোল্টেজ ক্যাবল, যা এদেশের মধ্যে শুধু বিআরবি-ই তৈরি করছে। অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাজারজাতকরণের মাধ্যমে বিআরবি কেবল তার সাফল্যের আরও এক ধাপ এগিয়ে আইএসও ৯০০২ঃ ২০০০ সনদপ্রাপ্ত হয়ে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। শিল্প উৎপাদনে-রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন বেশ কয়েক বার। যেভাবে সম্প্র্রসারণ হয় গ্রুপটির: উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় গ্রাহক চাহিদা মেটানোসহ কর্মসংস্থানের জন্য ২০০৯ সালে নতুন প্লান্ট স্থাপন করে উৎপাদন করছেন বৈদ্যুতিক ফ্যান। যার নাম লাভলী ফ্যান, যা বাজারে বেশ সুনাম অর্জন করেছে। টেকসই ও মজবুত হওয়ায় লাভলী ফ্যান অল্প সময়ে মানুষ গ্রহণ করেছে। বর্তমানে এ ফ্যান বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে খ্যাতি পেয়েছে বলে জানান চেয়াম্যান। ২০১১ সালে বিআরবি গ্রুপে যুক্ত হয় আর একটি নতুন অধ্যায়। বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড মেরিন কেবল উৎপাদন করে ব্যবসায় নজির স্থাপন করায় কোম্পানি ব্যাপক সুনাম অর্জন করে। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ও আকর্ষণীয় মেটালিক পণ্য সামগ্রী রান্না ঘরে পৌঁছে দেয়ার জন্য মজিবর রহমান ১৯৯০ সালে কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে আরও একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। কুষ্টিয়ায় ১৯৯২ সালে বিআরবি গ্রুপের অন্তর্ভূক্ত এমআরএস ইন্ডাষ্ট্রিজ নামে আরও একটি প্রকৌশল, ঢালাই, প্লাইউড ও মেলামাইন বোর্ড কারখানা প্রতিষ্ঠিত করেন গ্রুপটি। কৃষি প্রধান দেশর কৃষি উৎপাদন বৃদ্ধিতে উন্নত সেচ ব্যবস্থা নিশ্চিত করতে বিআরবির স্বপ্নদ্রষ্টা আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ১৯৯৭ সালে বিসিক শিল্প নগরী কুষ্টিয়াতে প্রতিষ্ঠা করেন বিআরবি পলিমার লিমিটেড। ২০১১ সালে বিসিক শিল্প নগরীর মূল হাইওয়েতে এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ফিলিং স্টেশন স্থাপন করেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চয়তায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিসিক শিল্প নগরীর বিআরবি চত্বরে ২০০৯ সালে স্থাপন করেন বিআরবি এনার্জি লিমিটেড। এই বিদ্যুৎ সরবরাহের ফলে বিআরবি গ্রুপের সব প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে গতিশীলতা ফিরে এসেছে। অন্যদিকে ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে নবাব সিরাজ-উদ-দৌলা সড়কে ২০০০ সালে ১০ তলা বহুতল ভবন বাণিজ্যিক কমপ্লেক্স ‘লাভলী টাওয়ার’ স্থাপন করেন। আকাশ পথের মাধ্যমে সারাদেশে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিআরবি গ্রুপে যুক্ত হয় বিআরবি এয়ার লিমিটেড। বর্তমানে বেল ৪০৭ জিএক্স নামের একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। শাহজালাল বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে বিআরবি এয়ারের যাত্রা শুরু হয়। গ্রুপের কর্ণধার মো. মজিবুর রহমান কুষ্টিয়ায় কিয়াম সিরাতুননেছা মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে দরিদ্র ছাত্রদের বিনামূল্যে ধর্মীয় ও আধুনিক শিা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন। পবিত্র হজ্বব্রত পালনের জন্য তিনি বেশ কয়েকবার হজ্জ ও ওমরাহ হজ্জ পালন করেছেন। নিজ খরচে কুষ্টিয়ার বিভিন্ন এলাকাতে একাধিক মসজিদ, মাদ্রসা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছেন। মজিবর রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে ও স্বনির্ভর কুষ্টিয়া প্রতিষ্ঠায় কাজ করছে বিআরবি গ্রুপ। দেশের সমৃদ্ধি ও বেকারত্ব মোচনে আমাদেও প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আর এটা সম্ভব হয়েছে কুষ্টিয়াবাসীসহ দেশের সবার সার্বিক সহযোগিতায়। বিআরবি’র পণ্যের মান উন্নত হওয়ার কারণে বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ঠ ক্যাবল তৈরি প্রতিষ্ঠান হিসেবে চিনে। গোবি ইন্টারন্যাশনালের জরিপে সারাবিশ্বের তালিকাভুক্ত ৩ হাজার ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ৩৩তম। মানের কারণে বিআরবি ৩ বার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। এক নজরে কুষ্টিয়া জেলা: গ্যাস ছাড়া শিল্পায়ন সম্ভব নয়, উদ্যোক্তাদের কাছ থেকে প্রায়ই শোনা যায় অভিযোগটি। কিন্তু দক্ষিণ-পশ্চিমের জেলা কুষ্টিয়া এক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত। গ্যাস সংযোগ ছাড়াই সেখানে গড়ে উঠছে বড় শিল্প-কারখানা। বিকল্প জ্বালানির ওপর ভর করে এক দশকের মধ্যেই শিল্পনির্ভর জেলা হিসেবে পরিচিতি পেয়েছে কুষ্টিয়া। এর ইতিবাচক প্রভাব পড়েছে জেলার অর্থনীতিতে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত দারিদ্র্য ম্যাপেও দেশের সবচেয়ে কম দারিদ্র্য প্রবণ জেলার স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়া। কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে ৮১টি শিল্প প্লটের মধ্যে সবই চালু আছে। এ শিল্প নগরীতে বিনিয়োগ হয়েছে ৮৯৫ কোটি ২২ লাখ টাকা। এসব শিল্প প্লটে স্থাপিত কারখানায় বার্ষিক টার্নওভার ১ হাজার ৭২১ কোটি টাকা। এখান থেকে বার্ষিক রপ্তানি ৬৮ কোটি টাকা। এতে কর্মসংস্থান হয়েছে ৭ হাজার ১৭৮ জন।
: কুষ্টিয়ার এক সমভ্রান্ত ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা বিশিষ্ট ব্যবসায়ী মো. মজিবর রহমান। দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রথম সারির একজন তিনি। ১৯৪৭ সালে জন্ম নেয়া বিশিষ্ট এই উদ্যোক্তা প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। পারিবারিক সূত্রে পাওয়া ব্যবসায় একের পর এক চ্যালেঞ্জ নিয়ে হয়েছেন সফল। ১৯৭৮ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করেন বিআরবি (বজলার রহমান অ্যান্ড ব্রাদার্স) কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশ্বের নানা প্রান্তে যেসব প্রতিষ্ঠানের পণ্য বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে শীর্ষে তুলে ধরেছে বিআরবি গ্রুপ তাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেøাগান দেয়া হয়েছে ‘অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে’। দেশের বেকারত্ব মোচনে, অর্থনীতির গতি সঞ্চারে ও দেশের রপ্তানি খাতকে এগিয়ে নেয়াই ছিল তার প্রদান লক্ষ্য। মজিবর রহমানের মতে, দেশেই কোনো কিছু করা না গেলে, বাইরে গিয়েও কিছু করা যায় না। তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কর্ম সম্প্রদানের পাশাপাশি অর্জিত গৌরব ও উন্নয়নের ধারাকে আরো শাণিত করে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে আমাদের অর্জন আরো সূদুর প্রসারী করতে চাই। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মানবজমিনের সঙ্গে এক সাক্ষাতকারে প্রতিষ্ঠান ও জীবনের নানা দিক নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। 
প্রতিষ্ঠানের শুরু সম্পর্কে মজিবর রহমান বলেন, ১৯৮০ সালে নিজেদের মূলধন ও ব্যাংকের অর্থায়নে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়। ১৯৯৪ সালে গোটা দেশে বিদ্যুতায়নের প্রসার ঘটলে ক্যাবল উৎপাদন বাড়নো হয়। ১৯৯৬ ও ২০০০ সালে উন্নতবিশ্বের উন্নত যন্ত্রপাতি স্থাপন করে কারখানার সম্প্রসারণ করা হয়। বর্তমানে উন্নত ও গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ক্যাবল বাজারের স্থান করে নিয়েছে বিআরবি গ্রুপ। এখন এই শিল্পের উৎপাদিত পণ্য ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে। 
১৯৭৮ সালে শুরু হওয়া এই গ্রুপের বর্তমানে ১২টি প্রতিষ্ঠানে প্রায় ৬ হাজারের বেশি কর্মকর্তাÑকর্মচারি কর্মরত আছেন। এর মধ্যে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, এমআরএস ইন্ডাস্ট্রিজ, বিআরবি পলিমার, বিআরবি সিকিউরিটিজ, টিপিটি ক্যাবলস, লাভলী হাউজিং, কিয়াম সিরাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট, বিআরবি এনার্জি, বিআরবি এয়ার, বিআরবি ট্রাভেলস, গ্যাস্ট্র লিভার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড। 
প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি দেশে শিল্পায়নে পিছিয়ে থাকা জনপদ কুষ্টিয়াকে সমৃদ্ধ জেলায় রূপান্তরেরও অন্যতম কারিগর এই বিআরবি গ্রুপ। স্থানীয় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই প্রতিষ্ঠানের হাত ধরেই কুষ্টিয়া অঞ্চলে নতুন করে শিল্পায়নের সূচনা হয়। দেশ স্বাধীন হওয়ার পর কুষ্টিয়ার খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মোহিনী মিল বন্ধ হয়ে যায়। নাজুক হয়ে পড়ে কুষ্টিয়া টেক্সটাইল মিলের অবস্থাও। জেলার বৃহৎ কর্মস্থানের এই ক্ষেত্র দুটি ভঙগুর হয়ে পড়লে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এই জেলা। এমন অবস্থায় নানা রকমের ঝুঁকি সত্ত্বেও নতুন করে শিল্প কারখানা দাঁড় করানোর প্রচেষ্টা শুরু করেন মজিবর রহমান। এই প্রচেষ্টা বাস্তবরূপ লাভ করে ১৯৭৮ সালের ২৩শে অক্টোবর কুষ্টিয়া শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণ বিসিক শিল্প নগরীতে বৈদ্যুতিক ওয়্যারস ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। দেশে ও বিশ্ব বাজারের বৈদ্যুতিক কেবলের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ১৯৯৫ সালে কোম্পানির প্রসার ঘটিয়ে বিআরবি কেবলস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ইউনিট-২ স্থাপন করেন প্রতিষ্ঠানটি। 
মজিবর রহমান বলেন, বিআরবি উৎপাদনের ধারাবাহিকতায় শুধু বৈদ্যুতিক ক্যাবল-ই তৈরি করছে না তাদের উৎপাদনের সঙ্গে আরও সংযোজিত হয়েছে টেলিকম টিউব লাইন ব্যালেষ্টসহ ৯৯ হাইভোল্টেজ ক্যাবল, যা এদেশের মধ্যে শুধু বিআরবি-ই তৈরি করছে। অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাজারজাতকরণের মাধ্যমে বিআরবি কেবল তার সাফল্যের আরও এক ধাপ এগিয়ে আইএসও ৯০০২ঃ ২০০০ সনদপ্রাপ্ত হয়ে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। শিল্প উৎপাদনে-রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন বেশ কয়েক বার। 
যেভাবে সম্প্র্রসারণ হয় গ্রুপটির: উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় গ্রাহক চাহিদা মেটানোসহ কর্মসংস্থানের জন্য ২০০৯ সালে নতুন প্লান্ট স্থাপন করে উৎপাদন করছেন বৈদ্যুতিক ফ্যান। যার নাম লাভলী ফ্যান, যা বাজারে বেশ সুনাম অর্জন করেছে। টেকসই ও মজবুত হওয়ায় লাভলী ফ্যান অল্প সময়ে মানুষ গ্রহণ করেছে। বর্তমানে এ ফ্যান বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে খ্যাতি পেয়েছে বলে জানান চেয়াম্যান।
২০১১ সালে বিআরবি গ্রুপে যুক্ত হয় আর একটি নতুন অধ্যায়। বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড মেরিন কেবল উৎপাদন করে ব্যবসায় নজির স্থাপন করায় কোম্পানি ব্যাপক সুনাম অর্জন করে। 
আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ও আকর্ষণীয় মেটালিক পণ্য সামগ্রী রান্না ঘরে পৌঁছে দেয়ার জন্য মজিবর রহমান ১৯৯০ সালে কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে আরও একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। 
কুষ্টিয়ায় ১৯৯২ সালে বিআরবি গ্রুপের অন্তর্ভূক্ত এমআরএস ইন্ডাষ্ট্রিজ নামে আরও একটি প্রকৌশল, ঢালাই, প্লাইউড ও মেলামাইন বোর্ড কারখানা প্রতিষ্ঠিত করেন গ্রুপটি।  
কৃষি প্রধান দেশর কৃষি উৎপাদন বৃদ্ধিতে উন্নত সেচ ব্যবস্থা নিশ্চিত করতে বিআরবির স্বপ্নদ্রষ্টা আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ১৯৯৭ সালে বিসিক শিল্প নগরী কুষ্টিয়াতে প্রতিষ্ঠা করেন বিআরবি পলিমার লিমিটেড। 
২০১১ সালে বিসিক শিল্প নগরীর মূল হাইওয়েতে এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ফিলিং স্টেশন স্থাপন করেন। 
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চয়তায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিসিক শিল্প নগরীর বিআরবি চত্বরে ২০০৯ সালে স্থাপন করেন বিআরবি এনার্জি লিমিটেড। এই বিদ্যুৎ সরবরাহের ফলে বিআরবি গ্রুপের সব প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে গতিশীলতা ফিরে এসেছে। 
অন্যদিকে ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে নবাব সিরাজ-উদ-দৌলা সড়কে ২০০০ সালে ১০ তলা বহুতল ভবন বাণিজ্যিক কমপ্লেক্স ‘লাভলী টাওয়ার’ স্থাপন করেন। 
আকাশ পথের মাধ্যমে সারাদেশে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিআরবি গ্রুপে যুক্ত হয় বিআরবি এয়ার লিমিটেড। বর্তমানে বেল ৪০৭ জিএক্স নামের একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। শাহজালাল বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে বিআরবি এয়ারের যাত্রা শুরু হয়। 
গ্রুপের কর্ণধার মো. মজিবুর রহমান কুষ্টিয়ায় কিয়াম সিরাতুননেছা মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে দরিদ্র ছাত্রদের বিনামূল্যে ধর্মীয় ও আধুনিক শিা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন। পবিত্র হজ্বব্রত পালনের জন্য তিনি বেশ কয়েকবার হজ্জ ও ওমরাহ হজ্জ পালন করেছেন। নিজ খরচে কুষ্টিয়ার বিভিন্ন এলাকাতে একাধিক মসজিদ, মাদ্রসা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছেন। 
মজিবর রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে ও স্বনির্ভর কুষ্টিয়া প্রতিষ্ঠায় কাজ করছে বিআরবি গ্রুপ। দেশের সমৃদ্ধি ও বেকারত্ব মোচনে আমাদেও প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আর এটা সম্ভব হয়েছে কুষ্টিয়াবাসীসহ দেশের সবার সার্বিক সহযোগিতায়। বিআরবি’র পণ্যের মান উন্নত হওয়ার কারণে বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ঠ ক্যাবল তৈরি প্রতিষ্ঠান হিসেবে চিনে। গোবি ইন্টারন্যাশনালের জরিপে সারাবিশ্বের তালিকাভুক্ত ৩ হাজার ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ৩৩তম। মানের কারণে বিআরবি ৩ বার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে।
এক নজরে কুষ্টিয়া জেলা: গ্যাস ছাড়া শিল্পায়ন সম্ভব নয়, উদ্যোক্তাদের কাছ থেকে প্রায়ই শোনা যায় অভিযোগটি। কিন্তু দক্ষিণ-পশ্চিমের জেলা কুষ্টিয়া এক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত। গ্যাস সংযোগ ছাড়াই সেখানে গড়ে উঠছে বড় শিল্প-কারখানা। বিকল্প জ্বালানির ওপর ভর করে এক দশকের মধ্যেই শিল্পনির্ভর জেলা হিসেবে পরিচিতি পেয়েছে কুষ্টিয়া। এর ইতিবাচক প্রভাব পড়েছে জেলার অর্থনীতিতে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত দারিদ্র্য ম্যাপেও দেশের সবচেয়ে কম দারিদ্র্য প্রবণ জেলার স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়া। কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে ৮১টি শিল্প প্লটের মধ্যে সবই চালু আছে। এ শিল্প নগরীতে বিনিয়োগ হয়েছে ৮৯৫ কোটি ২২ লাখ টাকা। এসব শিল্প প্লটে স্থাপিত কারখানায় বার্ষিক টার্নওভার ১ হাজার ৭২১ কোটি টাকা। এখান থেকে বার্ষিক রপ্তানি ৬৮ কোটি টাকা। এতে কর্মসংস্থান হয়েছে ৭ হাজার ১৭৮ জন। 
ইজই ৩০.০৩.১৬ ......: কুষ্টিয়ার এক সমভ্রান্ত ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা বিশিষ্ট ব্যবসায়ী মো. মজিবর রহমান। দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রথম সারির একজন তিনি। ১৯৪৭ সালে জন্ম নেয়া বিশিষ্ট এই উদ্যোক্তা প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। পারিবারিক সূত্রে পাওয়া ব্যবসায় একের পর এক চ্যালেঞ্জ নিয়ে হয়েছেন সফল। ১৯৭৮ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করেন বিআরবি (বজলার রহমান অ্যান্ড ব্রাদার্স) কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশ্বের নানা প্রান্তে যেসব প্রতিষ্ঠানের পণ্য বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে শীর্ষে তুলে ধরেছে বিআরবি গ্রুপ তাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেøাগান দেয়া হয়েছে ‘অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে’। দেশের বেকারত্ব মোচনে, অর্থনীতির গতি সঞ্চারে ও দেশের রপ্তানি খাতকে এগিয়ে নেয়াই ছিল তার প্রদান লক্ষ্য। মজিবর রহমানের মতে, দেশেই কোনো কিছু করা না গেলে, বাইরে গিয়েও কিছু করা যায় না। তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কর্ম সম্প্রদানের পাশাপাশি অর্জিত গৌরব ও উন্নয়নের ধারাকে আরো শাণিত করে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে আমাদের অর্জন আরো সূদুর প্রসারী করতে চাই। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মানবজমিনের সঙ্গে এক সাক্ষাতকারে প্রতিষ্ঠান ও জীবনের নানা দিক নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের শুরু সম্পর্কে মজিবর রহমান বলেন, ১৯৮০ সালে নিজেদের মূলধন ও ব্যাংকের অর্থায়নে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়। ১৯৯৪ সালে গোটা দেশে বিদ্যুতায়নের প্রসার ঘটলে ক্যাবল উৎপাদন বাড়নো হয়। ১৯৯৬ ও ২০০০ সালে উন্নতবিশ্বের উন্নত যন্ত্রপাতি স্থাপন করে কারখানার সম্প্রসারণ করা হয়। বর্তমানে উন্নত ও গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ক্যাবল বাজারের স্থান করে নিয়েছে বিআরবি গ্রুপ। এখন এই শিল্পের উৎপাদিত পণ্য ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে। ১৯৭৮ সালে শুরু হওয়া এই গ্রুপের বর্তমানে ১২টি প্রতিষ্ঠানে প্রায় ৬ হাজারের বেশি কর্মকর্তাÑকর্মচারি কর্মরত আছেন। এর মধ্যে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, এমআরএস ইন্ডাস্ট্রিজ, বিআরবি পলিমার, বিআরবি সিকিউরিটিজ, টিপিটি ক্যাবলস, লাভলী হাউজিং, কিয়াম সিরাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট, বিআরবি এনার্জি, বিআরবি এয়ার, বিআরবি ট্রাভেলস, গ্যাস্ট্র লিভার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি দেশে শিল্পায়নে পিছিয়ে থাকা জনপদ কুষ্টিয়াকে সমৃদ্ধ জেলায় রূপান্তরেরও অন্যতম কারিগর এই বিআরবি গ্রুপ। স্থানীয় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই প্রতিষ্ঠানের হাত ধরেই কুষ্টিয়া অঞ্চলে নতুন করে শিল্পায়নের সূচনা হয়। দেশ স্বাধীন হওয়ার পর কুষ্টিয়ার খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মোহিনী মিল বন্ধ হয়ে যায়। নাজুক হয়ে পড়ে কুষ্টিয়া টেক্সটাইল মিলের অবস্থাও। জেলার বৃহৎ কর্মস্থানের এই ক্ষেত্র দুটি ভঙগুর হয়ে পড়লে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এই জেলা। এমন অবস্থায় নানা রকমের ঝুঁকি সত্ত্বেও নতুন করে শিল্প কারখানা দাঁড় করানোর প্রচেষ্টা শুরু করেন মজিবর রহমান। এই প্রচেষ্টা বাস্তবরূপ লাভ করে ১৯৭৮ সালের ২৩শে অক্টোবর কুষ্টিয়া শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণ বিসিক শিল্প নগরীতে বৈদ্যুতিক ওয়্যারস ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। দেশে ও বিশ্ব বাজারের বৈদ্যুতিক কেবলের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ১৯৯৫ সালে কোম্পানির প্রসার ঘটিয়ে বিআরবি কেবলস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ইউনিট-২ স্থাপন করেন প্রতিষ্ঠানটি। মজিবর রহমান বলেন, বিআরবি উৎপাদনের ধারাবাহিকতায় শুধু বৈদ্যুতিক ক্যাবল-ই তৈরি করছে না তাদের উৎপাদনের সঙ্গে আরও সংযোজিত হয়েছে টেলিকম টিউব লাইন ব্যালেষ্টসহ ৯৯ হাইভোল্টেজ ক্যাবল, যা এদেশের মধ্যে শুধু বিআরবি-ই তৈরি করছে। অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাজারজাতকরণের মাধ্যমে বিআরবি কেবল তার সাফল্যের আরও এক ধাপ এগিয়ে আইএসও ৯০০২ঃ ২০০০ সনদপ্রাপ্ত হয়ে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। শিল্প উৎপাদনে-রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন বেশ কয়েক বার। যেভাবে সম্প্র্রসারণ হয় গ্রুপটির: উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় গ্রাহক চাহিদা মেটানোসহ কর্মসংস্থানের জন্য ২০০৯ সালে নতুন প্লান্ট স্থাপন করে উৎপাদন করছেন বৈদ্যুতিক ফ্যান। যার নাম লাভলী ফ্যান, যা বাজারে বেশ সুনাম অর্জন করেছে। টেকসই ও মজবুত হওয়ায় লাভলী ফ্যান অল্প সময়ে মানুষ গ্রহণ করেছে। বর্তমানে এ ফ্যান বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে খ্যাতি পেয়েছে বলে জানান চেয়াম্যান। ২০১১ সালে বিআরবি গ্রুপে যুক্ত হয় আর একটি নতুন অধ্যায়। বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড মেরিন কেবল উৎপাদন করে ব্যবসায় নজির স্থাপন করায় কোম্পানি ব্যাপক সুনাম অর্জন করে। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ও আকর্ষণীয় মেটালিক পণ্য সামগ্রী রান্না ঘরে পৌঁছে দেয়ার জন্য মজিবর রহমান ১৯৯০ সালে কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে আরও একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। কুষ্টিয়ায় ১৯৯২ সালে বিআরবি গ্রুপের অন্তর্ভূক্ত এমআরএস ইন্ডাষ্ট্রিজ নামে আরও একটি প্রকৌশল, ঢালাই, প্লাইউড ও মেলামাইন বোর্ড কারখানা প্রতিষ্ঠিত করেন গ্রুপটি। কৃষি প্রধান দেশর কৃষি উৎপাদন বৃদ্ধিতে উন্নত সেচ ব্যবস্থা নিশ্চিত করতে বিআরবির স্বপ্নদ্রষ্টা আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ১৯৯৭ সালে বিসিক শিল্প নগরী কুষ্টিয়াতে প্রতিষ্ঠা করেন বিআরবি পলিমার লিমিটেড। ২০১১ সালে বিসিক শিল্প নগরীর মূল হাইওয়েতে এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ফিলিং স্টেশন স্থাপন করেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চয়তায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিসিক শিল্প নগরীর বিআরবি চত্বরে ২০০৯ সালে স্থাপন করেন বিআরবি এনার্জি লিমিটেড। এই বিদ্যুৎ সরবরাহের ফলে বিআরবি গ্রুপের সব প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে গতিশীলতা ফিরে এসেছে। অন্যদিকে ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে নবাব সিরাজ-উদ-দৌলা সড়কে ২০০০ সালে ১০ তলা বহুতল ভবন বাণিজ্যিক কমপ্লেক্স ‘লাভলী টাওয়ার’ স্থাপন করেন। আকাশ পথের মাধ্যমে সারাদেশে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিআরবি গ্রুপে যুক্ত হয় বিআরবি এয়ার লিমিটেড। বর্তমানে বেল ৪০৭ জিএক্স নামের একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। শাহজালাল বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে বিআরবি এয়ারের যাত্রা শুরু হয়। গ্রুপের কর্ণধার মো. মজিবুর রহমান কুষ্টিয়ায় কিয়াম সিরাতুননেছা মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে দরিদ্র ছাত্রদের বিনামূল্যে ধর্মীয় ও আধুনিক শিা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন। পবিত্র হজ্বব্রত পালনের জন্য তিনি বেশ কয়েকবার হজ্জ ও ওমরাহ হজ্জ পালন করেছেন। নিজ খরচে কুষ্টিয়ার বিভিন্ন এলাকাতে একাধিক মসজিদ, মাদ্রসা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছেন। মজিবর রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে ও স্বনির্ভর কুষ্টিয়া প্রতিষ্ঠায় কাজ করছে বিআরবি গ্রুপ। দেশের সমৃদ্ধি ও বেকারত্ব মোচনে আমাদেও প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আর এটা সম্ভব হয়েছে কুষ্টিয়াবাসীসহ দেশের সবার সার্বিক সহযোগিতায়। বিআরবি’র পণ্যের মান উন্নত হওয়ার কারণে বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ঠ ক্যাবল তৈরি প্রতিষ্ঠান হিসেবে চিনে। গোবি ইন্টারন্যাশনালের জরিপে সারাবিশ্বের তালিকাভুক্ত ৩ হাজার ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ৩৩তম। মানের কারণে বিআরবি ৩ বার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। এক নজরে কুষ্টিয়া জেলা: গ্যাস ছাড়া শিল্পায়ন সম্ভব নয়, উদ্যোক্তাদের কাছ থেকে প্রায়ই শোনা যায় অভিযোগটি। কিন্তু দক্ষিণ-পশ্চিমের জেলা কুষ্টিয়া এক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত। গ্যাস সংযোগ ছাড়াই সেখানে গড়ে উঠছে বড় শিল্প-কারখানা। বিকল্প জ্বালানির ওপর ভর করে এক দশকের মধ্যেই শিল্পনির্ভর জেলা হিসেবে পরিচিতি পেয়েছে কুষ্টিয়া। এর ইতিবাচক প্রভাব পড়েছে জেলার অর্থনীতিতে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত দারিদ্র্য ম্যাপেও দেশের সবচেয়ে কম দারিদ্র্য প্রবণ জেলার স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়া। কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে ৮১টি শিল্প প্লটের মধ্যে সবই চালু আছে। এ শিল্প নগরীতে বিনিয়োগ হয়েছে ৮৯৫ কোটি ২২ লাখ টাকা। এসব শিল্প প্লটে স্থাপিত কারখানায় বার্ষিক টার্নওভার ১ হাজার ৭২১ কোটি টাকা। এখান থেকে বার্ষিক রপ্তানি ৬৮ কোটি টাকা। এতে কর্মসংস্থান হয়েছে ৭ হাজার ১৭৮ জন।