Thursday, February 17, 2011

দেশীয় প্রযুক্তির যন্ত্র তৈরিতে মগ্ন বগুড়ার আমির হোসেন


।।বড়পুকুরিয়া খনির বিকল মেশিনগুলো কম খরচে সারাতে চান আমির।।

উত্তরাঞ্চলের বড়পুকুরিয়া কয়লাখনিতে কোটি কোটি টাকার ভারী মেশিনগুলো পড়ে আছে খোলা আকাশের নিচে। অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ। অথচ খুব কম খরচেই মেরামত করে ব্যবহার উপযোগী করা যেতে পারে এসব মেশিন। শুধু দরকার সরকারের জরুরি পদপে। অনেকদিন ধরেই এ চিন্তা ঘুরপাক খাচ্ছে যন্ত্র বিজ্ঞানী আমির হোসেনের মাথায়। তবে সরকারের সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

বগুড়ার মেধাবী যন্ত্রবিজ্ঞানী আমির হোসেনের গল্প বেশ কয়েক বছর আগের। আবিষ্কৃত যন্ত্রাংশ সমন্বয় করে দেশীয় প্রযুক্তিতে সুলভ মূল্যের চমৎকার মেশিন তৈরি করতে পারেন তিনি। বিশেষত একবার দেখেই অবিকল মেশিন বানাতে তার জুড়ি নেই।