Wednesday, February 2, 2022

লভ্যাংশ ঘোষণায় ইতিহাস সৃষ্টি লাফার্জের

লভ্যাংশ ঘোষণায় ইতিহাস সৃষ্টি লাফার্জের


LH Logo-লাফার্জহোলসিম

গত বছর সিমেন্টের পাশাপাশি চুনাপাথর চিপ বা অ্যাগ্রিগেটস উৎপাদন শুরু করে লাফার্জ। এরপর থেকেই তাদের আয় তরতর করে বাড়তে থাকে। তবে এই ব্যবসা বন্ধের নির্দেশ দিয়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর কোম্পানিটিকে চিঠি দেয় শিল্প মন্ত্রণালয়। এরপর উচ্চ আদালতে গেলেও এই ব্যবসা এখনও চালু করতে পারেনি কোম্পানিটি।

কারখানা প্রতিষ্ঠার পর ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ।

বিনিয়োগকারীদেরকে শেয়ার প্রতি আড়াই টাকা বা ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এর আগে কোম্পানিটির সর্বোচ্চ লভ্যাংশ ছিল ১০ শতাংশ বা শেয়ার প্রতি এক টাকা। ২০১৫ সাল থেকে কোম্পানিটি টানা একই হারে লভ্যাংশ দিয়ে আসছিল।

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

লভ্যাংশের মতো এবারও শেয়ার প্রতি আয়ও অন্যান্য বছরকে ছাড়িয়ে গেছে। এই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করতে পেরেছে ৩ টাকা ৩৪ পয়সা। আগের বছর এই আয় ছিল ২ টাকা ৩ পয়সা।

আয়ের পাশাপাশি শেয়ার প্রতি সম্পদমূল্যও বেড়েছে কোম্পানিটির। গত ৩০ ডিসেম্বর প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ ছিল ১৭ টাকা ৪ পয়সা, যা ঠিক এক বছর আগে ছিল ১৪ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটির এবার আয় আরও বাড়তে পারত, যদি না তাদের অ্যাগ্রিগেটস ব্যবসা চালু থাকত।

গত বছর সিমেন্টের পাশাপাশি চুনাপাথর চিপ বা অ্যাগ্রিগেটস উৎপাদন শুরু করে লাফার্জ। এরপর থেকেই তাদের আয় তরতর করে বাড়তে থাকে।

তবে এই ব্যবসা বন্ধের নির্দেশ দিয়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর কোম্পানিটিকে চিঠি দেয় শিল্প মন্ত্রণালয়। নির্দেশনা-সংক্রান্ত চিঠিটি তারা হাতে পায় ২০ সেপ্টেম্বর। এরপর তারা উচ্চ আদালতে যায়। তবে নানা জটিলতায় এই ব্যবসা এখনও বন্ধ রাখতে হচ্ছে তাদের।

যারা এবারের লভ্যাংশ নিতে চান, তাদেরকে আগামী ২২ ফেব্রুয়ারি শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ সেদিনই হবে লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট।

এই লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা বা এজিএম ডাকা হয়েছে আগামী ২১ মার্চ। করোনাকালে এই সভা হবে ভার্চুয়ালি।

No comments:

Post a Comment