Showing posts with label BIDS. Show all posts
Showing posts with label BIDS. Show all posts

Saturday, June 27, 2020

দেশেই নতুন জাতের মুরগি উদ্ভাবন, শিগগিরই আসছে বাজারে (ENGLISH)

।। দেশি স্বাদ ও নিরাপদ মাংসের নিশ্চয়তা দেবে বিএলআরআই ।।

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দেশি মুরগির মাংসের স্বাদ ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবন করলো উন্নতজাতের মুরগি। দেখতে অবিকল দেশি মুরগির মতো। বাংলাদেশের আবহাওয়ায় অত্যন্ত উপযোগী। রোগবালাই কম হয় বলে এ জাতের মুরগি পালনে ওষুধের ব্যবহার অনেক কম। ফলে মাংস অনেক বেশি সুস্বাদু ও নিরাপদ।

স্বল্পতম সময়ের মধ্যেই এ মুরগি বাজারজাত করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএলআরআই। এ বিষয়ে আফতাব হ্যাচারি লিমিটেড ও বিএলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Sunday, June 7, 2020

করোনা পরবর্তী অর্থনীতি ও স্বাস্থ্য খাতে একটা মৌলিক পরিবর্তন আসবে

।।কে এ এস মুরশিদ।।
কে এ এস মুরশিদ, মহাপরিচালক, বিআইডিএস।

বিনিয়োগের জন্য একটা পরিবেশ লাগে। বাংলাদেশের ক্ষেত্রে সেখানে আগেই নানা সমস্যা ছিল। এখন যে পরিস্থিতি, তাতে আগামী এক বছর বা তার কিছু বেশি সময় নতুন বিনিয়োগ খুব বেশি হবে বলে আমার মনে হয় না। তবে নতুন নতুন কিছু সুযোগ ও সম্ভাবনা তৈরি হবে। সেখানে বিনিয়োগ হবে। যেমন স্বাস্থ্য খাত। এ খাতে একটা মৌলিক পরিবর্তন আসবে বলে আমার মনে হয়। আমরা বিদেশে চিকিৎসা নিতে অনেক অর্থ ব্যয় করি। এ ব্যবসাটা দেশে ফিরিয়ে আনতে পারলে খুব ভালো হবে। সার্বিকভাবে আমার মনে হয় ‘নিউ নরমাল’ (নতুন স্বাভাবিক) পরিস্থিতি না এলে বিনিয়োগের ধারা স্বাভাবিক হবে না। এ ক্ষেত্রে নতুন সুযোগ যেগুলো আসবে, তা আমাদের কাজে লাগাতে হবে। যারা এ ক্ষেত্রে ভালো করবে, নতুন প্রযুক্তি ও ব্যবসা কৌশল প্রয়োগ করবে, তারাই এগিয়ে যাবে। কেউ যদি মনে করে, সবকিছু সাধারণভাবেই আগের ধারায় ফিরে যাবে, আমার ধারণা সে চিন্তা ভুল।